আজই টেস্ট ক্রিকেট কেরিয়ার শুরু হয়েছিল কপিল দেবের
১৯৭৮ সালের আজকের দিনেই মানে ১৬ অক্টোবর নিজের টেস্ট কেরিয়ার শুরু করেন কপিল দেব। ফয়সালাবাদে নিজের টেস্ট ডেবুটা মোটেও ভাল হয়নি হরিয়ানার হ্যারিকেনের। ৯৬ রান দিয়ে পেয়েছিলেন মাত্র একটি উইকেট। আর ব্যাট হাতে মাঠে নেমে করেছিলেন মাত্র ৮ রান।
ওয়েব ডেস্ক: ১৯৭৮ সালের আজকের দিনেই মানে ১৬ অক্টোবর নিজের টেস্ট কেরিয়ার শুরু করেন কপিল দেব। ফয়সালাবাদে নিজের টেস্ট ডেবুটা মোটেও ভাল হয়নি হরিয়ানার হ্যারিকেনের। ৯৬ রান দিয়ে পেয়েছিলেন মাত্র একটি উইকেট। আর ব্যাট হাতে মাঠে নেমে করেছিলেন মাত্র ৮ রান।
কিন্তু ব্যর্থতা তাঁকে আর বিশেষ ছুঁতে পারেনি। তাই, যখন ক্রিকেটকে বিদায় জানালেন, তখন তাঁর নামের পাশে টেস্ট ক্রিকেটে ৪৩৪ উইকেট এবং ব্যাট হাতে রানের সংখ্যা ৫২৪৮। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার তো তিনি বটেই।
আর হ্যাঁ, ভারতকে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিততে নেতৃত্ব দিয়েছিলেন তিনিই। ফাইনালে প্রায় ৩০ গজ দৌড়ে দুর্দান্ত ক্যাচ নেওয়াই হোক অথবা জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৭৫ নট আউটের অবিস্মরণীয় ইনিংস, কপিল দেব ছাড়া ভারতীয় ক্রিকেটে ফ্যান্টসি ছিল কোথায়!
আজ থেকে ঠিক ৩৭ বছর আগে আজকের দিনেই নিজের দুর্দান্ত ক্রিকেট কেরিয়ারটা শুরু করেছিলেন কপিল দেব।