অলরাউন্ডার নিয়ে কপিল দেব যা বললেন শুনেছেন!

তিনি এ দেশের সর্বকালের সেরা ক্রিকেট অলরাউন্ডার। শুধু তাই কেন, ইয়ান বথাম, ইমরান খানদের ছাপিয়ে তাঁকেই আটের দশকে বিশ্বের সেরা অলরাউন্ডার ধরা হত। আর সেটা খুব স্বাভাবিক ঘটনা। কারণ, ক্যাপ্টেন হিসেবে প্রথম বিশ্বকাপটাও যে ভারতকে জিতিয়েছিলেন হরিয়ানার হ্যারিকেনই। এবার সেই কপিল দেব নিখঞ্জ নিজে বললেন অলরাউন্ডার নিয়ে কথা।

Updated By: Sep 17, 2016, 09:30 PM IST
অলরাউন্ডার নিয়ে কপিল দেব যা বললেন শুনেছেন!

ওয়েব ডেস্ক: তিনি এ দেশের সর্বকালের সেরা ক্রিকেট অলরাউন্ডার। শুধু তাই কেন, ইয়ান বথাম, ইমরান খানদের ছাপিয়ে তাঁকেই আটের দশকে বিশ্বের সেরা অলরাউন্ডার ধরা হত। আর সেটা খুব স্বাভাবিক ঘটনা। কারণ, ক্যাপ্টেন হিসেবে প্রথম বিশ্বকাপটাও যে ভারতকে জিতিয়েছিলেন হরিয়ানার হ্যারিকেনই। এবার সেই কপিল দেব নিখঞ্জ নিজে বললেন, অলরাউন্ডার নিয়ে কথা।

আরও পড়ুন এক হেলিকপ্টার আর তিন প্রিয় ক্রিকেটার

আজ এক জায়গায় কপিল দেব বলেছেন যে, একজন অলরাউন্ডার হয়ে উঠতে গেলে কোনও ক্রিকেটারকে ন্যুনতম ৫০ টি টেস্ট ম্যাচ খেলতেই হবে। এখন দেখি, দু-তিনটে টেস্ট সিরিজ খেলে ফেলার পরই কাউকে কাউকে অলরাউন্ডার বানিয়ে দেওয়া হয়। কিন্তু ক্রিকেট মাঠে অলরাউন্ডার হয়ে উঠতে গেলে অন্তত ৫০ টি টেস্ট ম্যাচ খেলতেই হয়।'

আরও পড়ুন মুম্বই বনাম নিউজিল্যান্ড ম্যাচের খবর জানুন

.