গড়াপেটার অভিযোগে গ্রেফতার কর্নাটক প্রিমিয়ার লিগের ফ্যাঞ্চাইজি মালিক
অভিযুক্তের বিরুদ্ধে প্রচুর প্রমাণ তাদের হাতে রয়েছে।
নিজস্ব প্রতিবেদন: ফের গড়াপেটার কালোছায়া ভারতীয় ক্রিকেটে। তামিলনাডু প্রিমিয়ার লিগের পর এবার দক্ষিণের আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে বেটিং চক্রের হদিশ মিলল। কর্নাটক প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি দল বেলাগাভি প্যান্থার্স-এর মালিক আলি আসফাক থারাকে গড়াপেটার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
সোমবারই বেঙ্গালুরুর সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করেছে আলি আসফাককে। পুলিস জানিয়েছে, বিরুদ্ধে অভিযোগ, টুর্নামেন্ট জুড়ে ফিক্সিং করেছে সে। অভিযুক্তের বিরুদ্ধে প্রচুর প্রমাণ তাদের হাতে রয়েছে। বেলাগাভি প্যান্থার্স দলে জাতীয় দলে খেলা মনীশ পাণ্ডের মতো তারকা ক্রিকেটার।
আরও পড়ুন - এমএসডি-র ভবিষ্যত্ নিয়ে আলোচনা ঠিক নয় : যুবরাজ সিং
কর্নাটক প্রিমিয়ার লিগ হল ভারতের প্রথম টি-টোয়েন্টি লিগ, যা কোনও রাজ্য ক্রিকেট সংস্থা চালু করেছিল। এমনকী বেঙ্গালুরুর সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকের মতে, যেখানে দলের মালিক গড়াপেটার সঙ্গে যুক্ত। সেখানে গভীরে আরও বেটিং চক্রের হদিশ মিলতে পারে। এমনটাই খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।