বিরাটদের সামনে 'বিরাট' না হলেও লড়াই করার রান তুললেন নাইটরা

Updated By: May 16, 2016, 09:49 PM IST
বিরাটদের সামনে 'বিরাট' না হলেও লড়াই করার রান তুললেন নাইটরা

 

ওয়েব ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বড় রান তুলল কলকাতা নাইট রাইডার্স।  ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান তোলে কেকেআর।সৌজন্যে প্রথমে গৌতম গম্ভীর এবং মণীশ পান্ডে এবং পরে আন্দ্রে রাসেল এবং সাকিব আল হাসান।

এদিন ইডেনে টস জিতে প্রথমে কেকেআরকে ব্যাট করতে পাঠান আরসিবির অধিনায়ক বিরাট কোহলি। নাইটদের ওপেনার উথাপ্পা অবশ্য রান পাননি। ৪ বল খেলে মাত্র ২ রান করে আউট হয়ে যান উথাপ্পা। যদিও তারপর ইনিংসের হাল ধরেন গম্ভীর এবং মণীশ পাণ্ডে। গম্ভীর ৩৪ বলে ৫১ রানের ইনিংস খেলে রান আউট হয়ে যান। মণীশ পাণ্ডে করেন ৩৫ বলে ৫০ রান। ইউসুফ পাঠান অবশ্য আজ রান পাননি। ১২ বল খেলে মাত্র ৬ রান করে আউট হয়ে যান পাঠান। রান পাননি সূর্যকুমার যাদবও। ৫ বল খেলে তাঁর অবদান ৫ রান। যদিও ঝোড়ো ইনিংস খেলেন আন্দ্রে রাসেল এবং সাকিব আল হাসান। রাসেল অপরাজিত থাকেন ১৯ বলে ৩৯ রান করে এবং সাকিব আল হাসান অপরাজিত থাকেন ১১ বলে ১৮ রান করে। সবমিলিয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান তোলে কেকেআর।

আরসিবির হয়ে দুটো উইকেট পান অরবিন্দ। একটি করে উইকেট পান পুরোনো নাইট ইকবাল আবদুল্লা এবং যজুবেন্দ্র চাহাল।

 

.