বিরাট বললেন তাঁর দলের এরকম ব্যাটিং একেবারেই গ্রহণযোগ্য নয়

ইডেনে কলকাতা নাইট রাইডার্সের কাছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শুধু হেরেছে তাই নয়, একেবারে লজ্জার হার, হারতে হয়েছে। মাত্র ৪৯ রানে অল আউট হয়ে গিয়েছে, বিরাট, গেইল, ডিভিলিয়ার্স, কেদার যাদবদের সাধের ব্যাটিং লাইন আপ। ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়েও হারতে হয়েছে ৮২ রানে! এরকম হারের পর স্বভাবতই হতাশ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচ শেষে তিনি বলেছেন, 'এটা আমাদের সবথেকে জঘন্য ব্যাটিং পারফরম্যান্স। এটা মেনে নেওয়া সত্যিই কষ্টকর।প্রথমার্ধের খেলার পর মনে হয়েছিল, আমরা খুব সহজেই ১৩২ রানকে টপেকে যেতে পারব। তবে, আমাদের ব্যাটিং ছিল আগাগোড়াই অসতর্কতায় ভরা। অমার্জনীয় অপরাধ।'

Updated By: Apr 24, 2017, 03:32 PM IST
বিরাট বললেন তাঁর দলের এরকম ব্যাটিং একেবারেই গ্রহণযোগ্য নয়

ওয়েব ডেস্ক: ইডেনে কলকাতা নাইট রাইডার্সের কাছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শুধু হেরেছে তাই নয়, একেবারে লজ্জার হার, হারতে হয়েছে। মাত্র ৪৯ রানে অল আউট হয়ে গিয়েছে, বিরাট, গেইল, ডিভিলিয়ার্স, কেদার যাদবদের সাধের ব্যাটিং লাইন আপ। ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়েও হারতে হয়েছে ৮২ রানে! এরকম হারের পর স্বভাবতই হতাশ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচ শেষে তিনি বলেছেন, 'এটা আমাদের সবথেকে জঘন্য ব্যাটিং পারফরম্যান্স। এটা মেনে নেওয়া সত্যিই কষ্টকর।প্রথমার্ধের খেলার পর মনে হয়েছিল, আমরা খুব সহজেই ১৩২ রানকে টপেকে যেতে পারব। তবে, আমাদের ব্যাটিং ছিল আগাগোড়াই অসতর্কতায় ভরা। অমার্জনীয় অপরাধ।'

আরও পড়ুন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের দল ঘোষণা করল নিউজিল্যান্ড

অধিনায়ক কোহলি নিজেও জঘন্য শট খেলে আউট হয়েছেন। সেই বিষয়ে কথা বলতে গিয়ে বিরাট বলেছেন, 'আসলে ইডেনের সাইট স্ক্রিন খুবই ছোট। বোলার যখন বল করছিল, তখনই একজন ওখানে উঠে হেঁটে যাচ্ছিল। তবে, এটাও বড় কোনও কথা নয়। একটা উইকেটই তো পড়েছিল ওভাবে। এরপরেও তো ন'টা উইকেট ছিল আমাদের।আপাতত, আমাদের আর এসব ভেবে বসে থাকার সময় নেই। আমাদের ইতিবাচক ভাবনা ভাবতে হবে এবং সামনের ম্যাচগুলো ভাল খেলতে হবে।'

আরও পড়ুন  প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রানের মালিক ইউনিস খান

.