ড্রাগ কেনার কথা স্বীকার রাম সিংয়ের, বিপাকে বিজেন্দর
আরও বিপাকে পরলেন বিজেন্দর সিং। সূত্রের খবর ধৃত বক্সার রাম সিং আজ পুলিসের জেরায় জানিয়েছেন তিনি ও বিজেন্দর মাদক ব্যাবসায়ীর কাছ থেকে নিষিদ্ধ ড্রাগ হেরোইন কিনেছিলেন। পুলিসের দাবি রাম সিং স্বীকার করেছেন গত বছরের ডিসেম্বরে তাঁরা বার চার-পাঁচ ড্রাগ ডিলার অনুপ সিং কাহলোনের সঙ্গে এই ব্যাপারে দেখাও করেন। তবে একই সঙ্গে রাম সিং জানিয়েছেন তিনি বা বিজেন্দর কেউই নিয়মিত ড্রাগ নিতে অভ্যস্ত নন।
আরও বিপাকে পরলেন বিজেন্দর সিং। সূত্রের খবর ধৃত বক্সার রাম সিং আজ পুলিসের জেরায় জানিয়েছেন তিনি ও বিজেন্দর মাদক ব্যাবসায়ীর কাছ থেকে নিষিদ্ধ ড্রাগ হেরোইন কিনেছিলেন। পুলিসের দাবি রাম সিং স্বীকার করেছেন গত বছরের ডিসেম্বরে তাঁরা বার চার-পাঁচ ড্রাগ ডিলার অনুপ সিং কাহলোনের সঙ্গে এই ব্যাপারে দেখাও করেন। তবে একই সঙ্গে রাম সিং জানিয়েছেন তিনি বা বিজেন্দর কেউই নিয়মিত ড্রাগ নিতে অভ্যস্ত নন।
ড্রাগ ডিলার অনুপ সিং কাহলোনের গত শুক্রবার গ্রেফতার করে পাঞ্জাব পুলিস। পুলিসকে রাম সিং জানান বিজেন্দর সিং ও তাঁর বন্ধু আর এক বক্সার রাম সিংয়ের সঙ্গে তাঁর যোগাযোগ আছে। কাহলোনের অভিযোগের ভিত্তিতে জাতীয় স্তরের বক্সার রাম সিংয়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিস। সেখান থেকে প্রায় ১৩০ কোটি টাকা মূল্যের ২৬ কিলো হেরোইন উদ্ধার করা হয়। মনকি জিকারপুর এলাকার রাম সিংয়ের বাড়ির সামনে তবিজেন্দর সিংয়ের স্ত্রীয়ের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর রাম সিংকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিস। যদিও এখনও পর্যন্ত বিজেন্দরকে এ বিষয়ে কোনও সমন পাঠাইনি পুলিস।
তা৬র বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ২০০৮-এ অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জয়ী বক্সার বিজেন্দর সিং।