প্রথম ক্রিকেটার হিসেবে ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন ভক্ত কোহলির, ছুঁলেন রোনাল্ডো-মেসিকে
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসিও টুইট করে কোহলির এই কৃতিত্বের কথা লিখেছে।
নিজস্ব প্রতিবেদন - এবার মাঠের বাইরে শতরান বিরাট কোহলির। প্রথম ক্রিকেটার হিসেবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন ফলোয়ার হল ভারতীয় অধিনায়কের। ৩২ বছর বয়সী কোহলি এশিয়া থেকেও প্রথম ব্যক্তিত্ব হিসেবে এই মাইলস্টোন অর্জন করলেন।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসিও টুইট করে কোহলির এই কৃতিত্বের কথা লিখেছে।
Virat Kohli - the first cricket star to hit 100 million followers on Instagram pic.twitter.com/HI1hTSbo8M
— ICC (@ICC) March 1, 2021
এই মুহুর্তে কোহলি ইনস্টাগ্রামে ফলোয়ারদের সংখ্যার হিসেবে ক্রীড়াবিদদের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন। পর্তুগাল তথা জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ২৬৫ মিলিয়ন ফলোয়ার রয়েছে ইনস্টাগ্রামে। তিনিই তালিকায় সবার উপরে। এরপরে রয়েছেন আর্জেন্টিনা ও বার্সেলোনার কিংবদন্তি লিয়োনেল মেসি। তাঁর রয়েছে ১৮৬ মিলিয়ন ফলোয়ার। তৃতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার। তাঁর আছে ১৪৭ মিলিয়ন ফলোয়ার।
ভারত অধিনায়ক কোহলি ইতিমধ্যেই টেস্টে ২৭টি শতরান ও একদিনের ম্যাচে ৪৩টি শতরানের মালিক। গত দুবছর ধরে ইনস্টাগ্রামে তিনিই ভারতের সবথেকে আলোচিত ব্যক্তিত্ব।