ইডেনে চ্যাম্পিয়ন ডান্সের আগেই ওয়াংখেড়েতে হয়েছিল 'কোহলি ডান্স'
বিশ্বকাপ ফাইনাল থেকেই 'ফেমাস' হয়ে গেছে 'চ্যাপিয়ন ডান্স'। গোটা বিশ্ব দেখেছে ব্রাভোকে 'Everybody Knows Bravo Is Champion' এর সঙ্গে তালে তাল মেলাতে। শুধু বিশ্বকাপই নয় শুরুতেই আইপিএলের মঞ্চও মাতালেন 'ডি জে ব্রাভো'। এতক্ষণে নিশ্চয় চ্যাপিয়ন্স ডান্সের স্টেপে আপনিও কোমর দুলিয়ে নিয়েছেন। কিন্তু দেখেছেন কি 'কোহলি ডান্স'?
ওয়েব ডেস্ক: বিশ্বকাপ ফাইনাল থেকেই 'ফেমাস' হয়ে গেছে 'চ্যাপিয়ন ডান্স'। গোটা বিশ্ব দেখেছে ব্রাভোকে 'Everybody Knows Bravo Is Champion' এর সঙ্গে তালে তাল মেলাতে। শুধু বিশ্বকাপই নয় শুরুতেই আইপিএলের মঞ্চও মাতালেন 'ডি জে ব্রাভো'। এতক্ষণে নিশ্চয় চ্যাপিয়ন্স ডান্সের স্টেপে আপনিও কোমর দুলিয়ে নিয়েছেন। কিন্তু দেখেছেন কি 'কোহলি ডান্স'?
শুধু ব্রাভো বা গেইল কেন, মাঠে গানের তালে পা মেলাতে ওস্তাদ বিরাট কোহলিও। গেইলদের আগেই ওয়াংখেড়েতে দেখা গিয়েছিল 'কোহলি ডান্স'। ক্রিজে তখন ব্যাট করছেন ক্যারিবিয়নরা। স্টেডিয়ামে বাজছে 'হেলো হেলো'। বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় এই গানেই কোমর দোলালেন বিরাট কোহলি। দেখে নিন কোহলি ডান্সের সেই ভিডিও