ডনের সমকক্ষে বিরাট

সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫৩ রানের ইনিংস খেলে বিরাট স্পর্শ করলেন সেই মাইলস্টোন। এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে ৮ বার ১৫০-র বেশি রানের বিরাট নজির রয়েছে কোহলির। যা এতদিন ছিল স্যার ডনের। ভারত তো বটেই, বিশ্ব ক্রিকেটের আর কোনও অধিনায়কেরই এমন ঈর্ষনীয় রেকর্ড নেই। আগামী দিনে কোহলি ডনের রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়বেন, আশাবাদী ভক্তরা। 

Updated By: Jan 16, 2018, 04:21 PM IST
ডনের সমকক্ষে বিরাট

নিজস্ব প্রতিবেদন: টেস্ট ক্রিকেটে ৮ বার ১৫০-র বেশি রান, বিশ্ব ক্রিকেটের 'সর্বকালের সেরা ব্যাটসম্যান' ডন ব্র্যাডম্যানকে ছুঁলেন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে এক ইনিংসে সব থেকে বেশি ১৫০-র বেশি রান করার নজির এতদিন পর্যন্ত দখলে রাখতে পেরেছিলেন প্রাক্তন অজি অধিনায়ক স্যার ডন ব্র্যাডম্যান। সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫৩ রানের ইনিংস খেলে বিরাট স্পর্শ করলেন সেই মাইলস্টোন। এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে ৮ বার ১৫০-র বেশি রানের বিরাট নজির রয়েছে কোহলির। যা এতদিন ছিল স্যার ডনের। ভারত তো বটেই, বিশ্ব ক্রিকেটের আর কোনও অধিনায়কেরই এমন ঈর্ষনীয় রেকর্ড নেই। আগামী দিনে কোহলি ডনের রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়বেন, আশাবাদী ভক্তরা। 

আরও পড়ুন- দেড়শোর উচ্ছ্বাস! বিয়ের আঙটিতে বিরাট চুমু

উল্লেখ্য, ২০১৬ ক্রিকেট বর্ষে টেস্ট ক্রিকেটে  অধিনায়ক বিরাট কোহলি ৪ বার ১৫০-র বেশি রানের নজির গড়ে নিজের নাম ইতিহাসের পাতায় তুলেছেন। একজন অধিনায়ক হিসেবে কোনও এক ক্রিকেট বর্ষে ৪ বার ১৫০-র বেশি রানের নজির বিশ্বের আর কোনও অধিনায়কেরই নেই। গত বছরে বিরাটের ঝুলিতে আসে আরও ৩টি ১৫০-র বেশি স্কোর। আর নয়া বছরের শুরুতেই আরও একবার ১৫০-র বেশি রানের ইনিংস খেলে বিরাট ছুঁলেন স্যার ডন ব্র্যাডম্যানকে। এছাড়াও বিরাটের রেকর্ডলিস্টে আছে ৬টি দ্বিশতরান। এর মধ্যে দেশের মাটিতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে পরপর দু'টি ম্যাচে দ্বিশতরান রয়েছে ভারত অধিনায়কের। 

আরও পড়ুন- 'ক্ষমাহীন অপরাধ', হার্দিকের 'ছেলেমানুষি'তে হারতে পারে ভারত!

.