ভারতের পাফর্মেন্সে বেজায় অখুশি কোহলি
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে জয়কে কঠিন করে তোলার জন্য বোলারদের দায়ী করলেন বিরাট কোহলি। ভারতের সহঅধিনায়ক মনে করেন আরও বড় ব্যবধানে ভারতের জেতা উচিত ছিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে জয়কে কঠিন করে তোলার জন্য বোলারদের দায়ী করলেন বিরাট কোহলি। ভারতের সহঅধিনায়ক মনে করেন আরও বড় ব্যবধানে ভারতের জেতা উচিত ছিল।
কোহলি বলেন শেষ দিকের ওভারগুলিতে ছন্দ হারিয়ে ফেলছেন বোলাররা। এই জায়গাটিতে নজর না দিলে ইংল্যান্ডের মতো শক্ত প্রতিপক্ষদের বিরুদ্ধে বিপদে পড়তে হতে পারে। এর পাশাপাশি, প্রথম সারির ব্যাটসম্যানদের ফর্ম নিয়েও চিন্তিত ভারতীয় ইয়ং স্টার। বিশেষ করে দুই ওপেনার গৌতম গম্ভীর ও বীরেন্দ্র সেওয়াগের অফ ফর্ম তাঁকে ভাবাচ্ছে। যদিও তিনি আশা করেন দ্রুত ছন্দে ফিরবেন এই দুই সিনিয়র ব্যাটসম্যান।