গিলিকে ছাপিয়ে ওয়ানডেতে সফলতম উইকেটকিপার হওয়ার বিশ্বরেকর্ড সাঙ্গাকারার
পরিসংখ্যানের বিচারে ওয়ানডে ক্রিকেটে এখন সফলতম উইকেটকিপারের নাম কুমার সঙ্গাকারা। সেইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটা বড় রেকর্ডের মালিক হলেন শ্রীলঙ্কার ৩৭ বছরের এই ক্রিকেটার। ওয়ানডে ক্রিকেটে উইকেটকিপার হিসাবে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্বরেকর্ড ভাঙলেন সাঙ্গাকারা (৪৭৩টি)। বৃহস্পতিবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের সপ্তম ম্যাচে সামিন্ডা এরাঙ্গার বলে অ্যান্ডাসরসনের ক্যাচ নিতেই সাঙ্গা ভেঙে দেন গিলির রেকর্ড (৪৭২)।
ওয়েব ডেস্ক: পরিসংখ্যানের বিচারে ওয়ানডে ক্রিকেটে এখন সফলতম উইকেটকিপারের নাম কুমার সঙ্গাকারা। সেইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটা বড় রেকর্ডের মালিক হলেন শ্রীলঙ্কার ৩৭ বছরের এই ক্রিকেটার। ওয়ানডে ক্রিকেটে উইকেটকিপার হিসাবে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্বরেকর্ড ভাঙলেন সাঙ্গাকারা (৪৭৩টি)। বৃহস্পতিবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের সপ্তম ম্যাচে সামিন্ডা এরাঙ্গার বলে অ্যান্ডাসরসনের ক্যাচ নিতেই সাঙ্গা ভেঙে দেন গিলির রেকর্ড (৪৭২)।
উইকেট কিপার হিসাবে সাঙ্গার ৪৭২টি শিকারের মধ্যে ৩৭৭টি ক্যাচ, ৯৬ টি স্ট্যাম্পিং। ৩৯৭টি ওয়ানডে ম্যাচ খেলে ২১টি শতরান আছে তাঁর। অস্ট্রেলিয়ার হয়ে উইকেটকিপার গিলক্রিস্ট ২৮৭টি ওয়ানডে ম্যাচে ৪৭২টি শিকারের রেকর্ডট ভাঙার ম্যাচ শ্রীলঙ্কা জিতল সাঙ্গাকারার শতরানের সৌজন্যে। যদিও সাত ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-২ জিতে নিল নিউজিল্যান্ড।