Kylian Mbappe: কেন পুলিসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কিলিয়ান এমবাপে? কারণ জেনে নিন

ফরাসি প্রসিকিউটর অফিস বলছে, হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিসের একাধিক কর্তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। গার্ডিয়ানে প্রকাশিত এক ভিডিয়োতে দেখা গিয়েছে, দুজন পুলিস আধিকারিক একটি মার্সিডিস এএমজি গাড়ির পাশে দাঁড়ানো।

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jun 28, 2023, 10:16 PM IST
Kylian Mbappe: কেন পুলিসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কিলিয়ান এমবাপে? কারণ জেনে নিন
ক্ষোভে ফেটে পড়লেন কিলিয়ান এমবাপে। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুটবলের বাইরেও নানা বিষয়ে সোশ্যাল মিডিয়াতে সরব থাকতে দেখা যায় কিলিয়ান এমবাপেকে (Kylian Mbappe)। এবার পুলিসের বিরুদ্ধে গর্জে উঠলেন ফ্রান্সের (France) অধিনায়ক। পুলিসের গুলিতে নিহত ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যুতে শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন পিএসজি-র (Paris Saint Germain) তারকা ফরোয়ার্ড। নিজের দেশ ফ্রান্সের সামাজিক অবস্থার জন্য তিনি চিন্তিত। সেটাও জানিয়েছেন তিনি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবর অনুসারে, ফ্রান্সের নঁতে শহরে ট্রাফিক চেকের জন্য গাড়ি না থামানোয় গুলি চালায় পুলিস। সেই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নায়েল এম নামের এক কিশোর মঙ্গলবার মারা যান। সেই ঘটনার পর শহরজুড়ে বিক্ষোভে নেমে আসেন তরুণরা। প্রতিবাদের সময় পুলিসের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতের ঘটনাও ঘটেছে। এমন সময় বিভিন্ন স্থানে আগুনও দিয়েছেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুন: Rishabh Pant Health Update: এক ধাক্কায় ২৫ বছর কমিয়ে ফেললেন পন্থ! কিন্তু কীভাবে?

আরও পড়ুন: Rambai: দুই বছরে ২০০ মেডেল জিতে বিশ্বরেকর্ড গড়লেন ১০৬ বছরের 'দিদা' রামবাই

পুলিসের গুলিতে কিশোরের মৃত্যুর ঘটনা ধাক্কা দিয়েছে এমবাপেকেও। টুইটে তারকা স্ট্রাইকার লিখেছেন, 'ফ্রান্সের জন্য আমার কষ্ট হচ্ছে। এমন পরিস্থিতি মেনে নেওয়া যায় না। নায়েলের পরিবার ও কাছের মানুষের জন্য সমবেদনা। ছোট এই দেবদূত অনেক তাড়াতাড়ি অনেক দূরে চলে গেল।'  

এদিকে ফরাসি প্রসিকিউটর অফিস বলছে, হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিসের একাধিক কর্তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। গার্ডিয়ানে প্রকাশিত এক ভিডিয়োতে দেখা গিয়েছে, দুজন পুলিস আধিকারিক একটি মার্সিডিস এএমজি গাড়ির পাশে দাঁড়ানো। যাঁদের একজন সেই কিশোরকে গুলি করেছেন। এর আগে গত বছর ফ্রান্সে ট্রাফিক চেকে পুলিসের গুলিতে রেকর্ড ১৩ জন মারা যান। চলতি বছর দ্বিতীয়বারের মতো মৃত্যুর ঘটনা ঘটল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.