Kylian Mbappe: ফ্রান্সের অধিনায়ক হিসেবে নতুন ইনিংস শুরু করলেন কিলিয়ান এমবাপে

হুগো লরিস অবসর গ্রহণের পরে জাতীয় দলের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন এমবাপে। ফ্রান্সের এখনও পর্যন্ত ৬৬টি ম্যাচ খেলেছেন ফরাসি এই তারকা। ২০১৮ সালে বিশ্বজয় করে ফ্রান্স। ফরাসি শিবিরের সেই জয়ের পিছনে বড় অবদান ছিল এমবাপের। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Mar 21, 2023, 09:52 PM IST
Kylian Mbappe: ফ্রান্সের অধিনায়ক হিসেবে নতুন ইনিংস শুরু করলেন কিলিয়ান এমবাপে
মাত্র ২৪ বছরেই ফ্রান্সের দায়িত্ব নিলেন কিলিয়ান এমবাপে। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রত্যাশামতোই ফ্রান্সের (France) অধিনায়ক হলেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। তাও আবার মাত্র ২৪ বছর বয়সে জাতীয় দলের অধিনায়ক হলেন এই তারকা স্ট্রাইকার। আসন্ন ইউরো কাপের (Euro Cup 2023) যোগ্যতা পর্বে ফ্রান্সকে নেতৃত্ব দেবেন এমবাপে। কাতার বিশ্বকাপের পরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেন গোলকিপার হুগো লরিস (Hugo Lloris)। তাঁর জায়গায় ইউরো কাপের যোগ্যতাপর্বের ম্যাচে এমবাপের হাতেই থাকবে ক্যাপ্টেনের আর্মব্যান্ড।

ফরাসি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দিদিয়ের দেশঁ-র (Didier Deschamps) সঙ্গে কথা বলার পরেই এমবাপে-কে অধিনায়ক করার সিদ্ধান্ত নেন সেই দেশের ফুটবল কর্তারা। শুক্রবার স্টাড দ্য ফ্রান্সে ইউরো কাপের যোগ্যতা পর্বের ম্যাচে নেদারল্যান্ডসের সামনে ফ্রান্স। সেই ম্যাচ থেকেই দলকে নেতৃত্ব দেবেন এমবাপে। 

আরও পড়ুন: Diego Maradona: শরীরে বইছে মারাদোনার রক্ত, বল পায়ে মাঠে নেমে গেলেন সের্জিও অ্যাগুয়েরোর ছেলে বেঞ্জামিন, ভিডিয়ো হল ভাইরাল

আরও পড়ুন: Jose Barreto: 'সবুজ তোতা' ব্যারেটোর নতুন মোহনবাগান-স্বপ্ন, দেখুন ভিডিয়ো

হুগো লরিস অবসর গ্রহণের পরে জাতীয় দলের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন এমবাপে। ফ্রান্সের এখনও পর্যন্ত ৬৬টি ম্যাচ খেলেছেন ফরাসি এই তারকা। ২০১৮ সালে বিশ্বজয় করে ফ্রান্স। ফরাসি শিবিরের সেই জয়ের পিছনে বড় অবদান ছিল এমবাপের। কাতার বিশ্বকাপের ফাইনালে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল ফ্রান্স। কিন্তু দ্বিতীয়ার্ধে ফ্রান্সকে ম্যাচে ফেরান এমবাপে। ফাইনালে হ্যাটট্রিক করেন ফরাসি তারকা। তবুও অবশ্য এবার হার এড়াতে পারেননি। শেষ মুহূর্তে এমিলিয়ানো মার্টিনেজের দস্তানার দাপটে টাইব্রেকারে ফাইনাল জিতে নেয় লিওনেল মেসির আর্জেন্টিনা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.