আফ্রিদিও সচিনের থেকে লারাকে এগিয়ে রাখলেন

রিকি পন্টিংয়ের পর এ বার শাহিদ আফ্রিদি। বিশ্বের সেরা ক্রিকেটার কে এই বিতর্কে পরিসংখ্যানের চেয়ে একটু অন্য পথে হাঁটলেন শাহিদ আফ্রিদি। সচিন তেন্ডুলকর, রিকি পন্টিংয়ের চেয়ে ব্রায়ান লারাকে এগিয়ে রাখলেন আফ্রিদি।

Updated By: Aug 9, 2013, 03:45 PM IST

রিকি পন্টিংয়ের পর এ বার শাহিদ আফ্রিদি। বিশ্বের সেরা ক্রিকেটার কে এই বিতর্কে পরিসংখ্যানের চেয়ে একটু অন্য পথে হাঁটলেন শাহিদ আফ্রিদি। সচিন তেন্ডুলকর, রিকি পন্টিংয়ের চেয়ে ব্রায়ান লারাকে এগিয়ে রাখলেন আফ্রিদি।
পাকিস্তানের জনপ্রিয় এই অলরাউন্ডার বলেছেন, " আমার ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে সবচেয়ে সেরা ব্যাটসম্যান হলেন ব্রায়ান লারা। ব্যক্তিগতভাবে আমি লারাকে বাকি দুই কিংবদন্তি সচিন, পন্টিংয়ের চেয়ে এগিয়ে রাখি।
একজন বোলার হিসাবে আমাকে যদি বলা হয় কাকে বলা করা সবচেয়ে কঠিন। তাহলে আমি বলব ক্রিকেটের যে কোনও ফর্ম্যাটেই লারাকে বল করা সবচেয়ে কঠিন। কারণ ওর যে কোনও বলের জবাব জানা আছে, যে কোনও বলকেও বাউন্ডারিতে পাঠানোর ক্ষমতা রাখে। স্পিনারদের বিরুদ্ধে তো ওর ব্যাটিংটা আমায় মুগ্ধ করত। আমি সত্যি ওর ব্যাটিং দেখতে উপভোগ করতাম।
একটা সময় আফ্রিদির এমনও হত যে লারার চোখ বেঁধে দিলেও ও অনায়াসে খেলে দেবে।
তাঁর দেখা সেরা বোলার কে? আফ্রিদি এক্ষেত্রে দুজনের নাম নিয়েছেন। বুম বুম আফ্রিদি বলেছেন অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাকগ্রা ও তাঁর নিজের দেশের মহম্মদ আসিফ।

.