শেষ মুহুর্তের প্রস্তুতিতে ভারতীয় হকি দল
লন্ডন অলিম্পিকে চমক দিতে প্রস্তুত ভারতীয় হকি দল। কোচ মাইকেল নবসের প্রশিক্ষণে আরও বেশি ফিট হয়ে উঠেছেন ভরত,সন্দীপরা। অলিম্পিকে পদক জিতে হকির হারানো গৌরব আবার ফেরানোর লক্ষ্যে নবসের ছেলেরা।
লন্ডন অলিম্পিকে চমক দিতে প্রস্তুত ভারতীয় হকি দল। কোচ মাইকেল নবসের প্রশিক্ষণে আরও বেশি ফিট হয়ে উঠেছেন ভরত,সন্দীপরা। অলিম্পিকে পদক জিতে হকির হারানো গৌরব আবার ফেরানোর লক্ষ্যে নবসের ছেলেরা।
অলিম্পিকে সাফল্যের লক্ষ্যে ভারতীয় হকি দলের কোচ মাইকেল নবসের কাছে তাঁর হলুদ ডায়রি সবকিছু। এই ডায়রিকে সবাই নাম দিয়েছেন মিনি বাইবেল, যাতে লেখা লন্ডন হিয়ার উই কাম। এক সময় বিশ্বের ক্রীড়াঙ্গিনায় ভারতীয় হকির দাপট ছিল। সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে অলিম্পিককে বেছে নিয়েছেন নবসের ছেলেরা। স্বয়ং নবসও দাবি করছেন লন্ডনে তাঁরা চমক দিতে প্রস্তুত। ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর ফিটনেসের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন নবস। ৭০ মিনিট কি ভাবে একই ছন্দ বজায় রেখে খেলতে হয়ে সেটা সন্দীপদের ভালভাবেই বুঝিয়ে দিয়েছেন বলে দাবি নবসের। আন্তর্জাতিক স্তরে শুধু দমই নয় লাগে স্কিলও। তাতেও পিছিয়ে নেই ভরত, ইগনেসরা। নানান অনুশীলনের মধ্যে দীর্ঘক্ষণ চলে ড্রিবলিং সেশন। এরই ফাঁকে ম্যান টু ম্যান মার্কিংয়ের উপরও নজর দিচ্ছেন নবস। অনুশীলনে বল মেশিন প্রয়োগের পাশাপাশি পেনাল্টি কর্নার মারার গতিকেও মনিটর করা হচ্ছে। কড়া অনুশীলের মধ্যে নিজেদের রিল্যাক্স রাখতে একটু মজা, একটু হই-হুল্লোড়কেই বেছে নিয়েছেন ভরত-সন্দীপরা।