মার্কিন মহারণে প্রতিপক্ষকে শূন্য করে সেরেনা শেষ চারে, লি না-র ইতিহাস, জোকার হাসতে হাসতে জিতছেন
তাঁর হাত ধরেই প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিল জনসংখ্যা নিরিখে বিশ্বের সবচেয়ে বড় দেশ। সেই লি না-র হাত ধরেই মার্কিন মুলুকে হুঙ্কার দিল চিন। চিনের প্রথম খেলোয়াড় হিসাবে ইউএস ওপেনের সেমিফাইনালে উঠলেন লি না।
তিন যে এতটা নির্মম হয়ে উঠবেন বোঝা যায়নি। ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালের মত এত বড় একটা ম্যাচে প্রতিপক্ষকে একেবারে খালি হাতে বাড়ি পাঠালেন সেরেনা উইলিয়ামস। কোন গেম না হারিয়েই শীর্ষ বাছাই সেরেনা জিতলেন স্পেনের সুয়ারেজ নাভারোকে। মার্কিন এই টেনিস তারকার পক্ষে খেলার ফল ৬-০, ৬-০। গতবারের চ্যাম্পিয়ন সেরেনার সামনে এবার ইতিহাস গড়ে শেষ চারে ওঠা চিনের লি না।
লি না-র হাত ধরেই প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিল জনসংখ্যা নিরিখে বিশ্বের সবচেয়ে বড় দেশ। সেই লি না-র হাত ধরেই মার্কিন মুলুকে হুঙ্কার দিল চিন। চিনের প্রথম খেলোয়াড় হিসাবে ইউএস ওপেনের সেমিফাইনালে উঠলেন লি না। ২০১১ সালে প্রথম চিনা খেলোয়াড় হিসাবে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠেন লি না। এর দু মাস বাদে ফরাসি ওপেন জিতে ইতিহাস গড়েন লি।
ফ্লাশিং মিডোয় কোয়ার্টার ফাইনালে পঞ্চম বাছাই এই চিনা খেলোয়াড় ৬-৪, ৬-৭, ৬-২ হারালেন রাশিয়ার একাটেরিনা মাকারোভাকে। আড়াই ঘণ্টা ধরে চলা এই ম্যাচে দ্বিতীয় সেটে ছাড়া ৩১ বছরের লি না- কে দারুণ স্বপ্রতিভ দেখিয়েছে।
এদিকে, পুরুষদের সিঙ্গলসে জোকার রথও বেশ তড়তড়িয়ে এগিয়ে চলছে। বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচ কোয়ার্টার ফাইনালে উঠলেন নাদালের দেশের মার্কেল গ্রানোলার্সকে হারিয়ে। চতুর্থ রাউন্ডের এই ম্যাচ জকোভিচ জিতলেন মাত্র ৭৯ মিনিটে ৬-৩, ৬-০, ৬-০। তবে অল্পের জন্য কোয়ার্টার ফাইনালে ওঠা হল না বিশ্বের প্রাক্তন এক নম্বর লিটন হিউইটের। পাঁচ সেটের টানটান লড়াইয়ে ৩২ বছরের এই অসিকে চতুর্থ রাউন্ডের ম্যাচে হারালেন রাশিয়ার মিখাইল ইউখনিখ। ২০০১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন হিউইট হারলেন ৬-৩, ৩-৬, ৬-৭,৬-৪,৭-৫।