Lionel Messi and Cristiano Ronaldo: চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোকে টপকে কোন নতুন রেকর্ড গড়লেন মেসি? জেনে নিন

৫৫ মিনিটে  পিএসজিকে আর আটকানো যায়নি। ফ্যাবিয়ান রুইজ গোল করে এগিয়ে দেন তাঁর দলকে। এরপর ৭২ মিনিটে এই ফ্যাবিয়ানের পাস থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন লিওনেল মেসি। 

Updated By: Feb 2, 2023, 12:50 PM IST
Lionel Messi and Cristiano Ronaldo: চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোকে টপকে কোন নতুন রেকর্ড গড়লেন মেসি? জেনে নিন
ফের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে দিলেন লিওনেল মেসি। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেরিয়ারের শেষ দিকেও লিওনেল মেসির (Lionel Messi) দারুণ সময় চলছে। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে (Argentina) বিশ্বকাপ এনে দিয়েছেন 'এলএম টেন' (LM 10)। বিশ্বকাপে (FIFA World Cup 2022) দু'বার জিতেছেন ‘গোল্ডেন বল’, যা 'সিআর সেভেন'-এর (CR 7) কাছে অধরাই রয়ে গেল। এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) আরও একটি রেকর্ড ভেঙে দিলেন মেসি। 

রোনাল্ডোকে টপকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ফুটবলারদের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে মেসিই এখন সর্বোচ্চ গোলের মালিক। বুধবার রাতে মঁপেলিয়ের বিরুদ্ধে গোল করে ৬৯৬ গোল করা রোনাল্ডোকে পিছনে ফেলে দিলেন মেসি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মেসির গোলসংখ্যা এখন ৬৯৭টি।

আরও পড়ুন: Lionel Messi: এমবাপের পেনাল্টি মিস, মেসি-ফাবিয়ানদের গোলে জিতল পিএসজি

আরও পড়ুন: Union Budget 2023: ক্রীড়া বাজেটে ইতিহাস গড়ল মোদী সরকার! কোন খেলায় কত টাকা বরাদ্দ হল?

রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ এবং জুভেন্টাসের হয়ে ১০১ গোল করেছেন রোনাল্ডো। অন্যদিকে, মেসি গোল করেছেন ইউরোপের শীর্ষ দুই দলের হয়ে। বার্সেলোনার জার্সিতে তাঁর গোলসংখ্যা ৬৭২টি, আর পিএসজি’র হয়ে এখনও পর্যন্ত তাঁর গোলসংখ্যা ২৫টি। রোনাল্ডো বর্তমানে খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। অন্যদিকে, মেসি খেলছেন ইউরোপের অন্যতম শীর্ষ দল পিএসজিতে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গোলসংখ্যায় রোনাল্ডোকে আরও পিছনে ফেলে দেবেন মেসি। সেটা শুধু সময়ের অপেক্ষা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.