Lionel Messi: কোথায় যাচ্ছেন মেসি? জানালেন সের্জিও অ্যাগুয়েরো
২০২১ সালে বার্সেলোনা ছেড়েছিলেন মেসি। কাতালান ক্লাব থেকে প্যারিস সাঁ জাঁ-য় আসেন তিনি। তবে আগুয়েরো যতই বলুন মেসি নিউয়েল বয়েজে ফেরার চিন্তাভাবনা করছেন, আর্জেন্টাইন তারকাকে নিয়ে জল্পনা জোরালো হচ্ছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিওনেল মেসি(Lionel Messi) এর পরে কোন ক্লাবের হয়ে খেলবেন? প্যারিস সাঁ জাঁ-তেই (Paris Saint-Germain) কি দেখা যাবে তাঁকে? নাকি বার্সেলোনায় (Barcelona) ফিরবেন? মেজর লিগ সকারে আবার দেখা যাবে না তো মেসিকে? বিশ্বজুড়ে মেসিকে নিয়ে প্রশ্ন আর প্রশ্ন। আর্জেন্টাইন তারকা নিজের ভবিষ্যৎ কোনও মন্তব্য করেননি। কিন্তু মেসির ঘনিষ্ঠ বন্ধু সের্জিও আগুয়েরো (Sergio Romero) সত্যিটা জানিয়ে দিয়েছেন এক সাক্ষাৎকারে।
মেসির পরবর্তী ঠিকানা কোথায়? কী বললেন আগুয়েরো? প্রাক্তন আর্জেন্টাইন জানিয়েছেন মেসি তাঁর দেশের ক্লাবে ফেরার ভাবনাচিন্তা করছেন। আর সেই ক্লাবের নাম নিউয়েল ওল্ড বয়েজ। আগুয়েরো বলেছেন, 'নিউয়েলে ফেরার ভাবনাচিন্তা করছে মেসি।'
আরও পড়ুন: Neymar: ছেলের থেকেও এককাঠি এগিয়ে! নেইমারের বাবার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে তোলপাড় ব্রাজিল
অন্য আর্জেন্টাইন প্রাক্তন ম্যাক্সি রডরিগেজ অবশ্য বিষয়টা লঘু করার চেষ্টা করেন। মজা করে, রসিকতা করে মেসির নিউয়েল ওল্ড বয়েজে ফেরার ব্যাপারটা ধামাচাপা দিতে চান রডরিগেজ। ম্যাক্সি রডরিগেজ বলেন, 'কুন ইজ কুন। ও শান্ত থাকতে পারে না।'
২০২১ সালে বার্সেলোনা ছেড়েছিলেন মেসি। কাতালান ক্লাব থেকে প্যারিস সাঁ জাঁ-য় আসেন তিনি। তবে আগুয়েরো যতই বলুন মেসি নিউয়েল বয়েজে ফেরার চিন্তাভাবনা করছেন, আর্জেন্টাইন তারকাকে নিয়ে জল্পনা জোরালো হচ্ছে। বার্সেলোনার পাশাপাশি ইন্টার মায়ামির সঙ্গেও নাম জড়াচ্ছে মেসির। তবে আর্জেন্টাইন মহাতারকা শেষপর্যন্ত কোন ক্লাবে সই করেন, সেটাই দেখার।