Lionel Messi: লিওকে নিয়ে মিথ্যা খবর করলেই আইনি পদক্ষেপ! ভয় দেখালেন মেসির বাবা জর্জ

জর্জ মেসি যতই প্রচারমাধ্যমকে হুমকি দিন, তাঁর ছেলেকে নিয়ে গুঞ্জন কোনওদিন থেমে থাকবে না। কারণ সেই ব্যক্তির নাম লিওনেল মেসি। যিনি শুধু একজন ফুটবলার নয়, তিনি বিশ্ব ফুটবলের আঙিনায় নিজেই ইন্ডাস্ট্রি।   

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Mar 18, 2023, 12:49 PM IST
Lionel Messi: লিওকে নিয়ে মিথ্যা খবর করলেই আইনি পদক্ষেপ! ভয় দেখালেন মেসির বাবা জর্জ
সাংবাদিকদের ভয় দেখালেন লিওনেল মেসির বাবা জর্জ মেসি। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তারকাদের নিয়ে গুজব খুব নতুন কোনও ঘটনা নয়। সোশ্যাল মিডিয়ার যুগে গুজব অনেক সময় সত্যি ঘটনার চেয়েও বেশ প্রভাব তৈরি করে। খেলার জগতের তারকাদের নিয়েও প্রতিনিয়ত শোনা যায় নানা ধরনের গুঞ্জন। আর সেই ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi) হলে তো কথাই নেই। আর্জেন্টিনার (Argentina) বিশ্বকাপ জয়ী অধিনায়ককে নিয়ে বিভিন্ন সময় একাধিক গুঞ্জন শোনা যায়। গত কিছুদিন ধরেও তাঁকে নিয়ে শোনা যাচ্ছে নানা ধরনের খবর। তবে সবকটা খবরই মিথ্যা। এমনই দাবি করলেন তাঁর বাবা জর্জ মেসি (George Messi)। এমনকি তাঁর আরও দাবি, এবার থেকে তাঁর ছেলেকে আর একটি মিথ্যা খবর প্রচারিত হলেই আইনের সাহায্য নিয়ে খবর প্রচার করা সংস্থা কিংবা ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ভয় দেখিয়ে মেসির বাবার আরও দাবি, গত কয়েক মাসের মধ্যে তাঁর কৃতী ছেলেকে নিয়ে অন্তত তিনটি মিথ্যা খবর প্রচারিত হয়েছে। 

প্যারিস সাঁ জা-র (Paris Saint-Germain) সঙ্গে এখনও চুক্তি নবীকরণ করেননি মেসি। এমনই গুঞ্জন শোনা যায়। আবার গত সপ্তাহে কয়েকটা ছবি ভাইরাল হয়ে যায়। সেই ছবিতে দেখা যায় মেসির বাবা জর্জ সৌদি আরবে (Saudi Arabia) পা রেখেছেন। আবার কখনও শোনা যায় তাঁকে নেওয়ার জন্য টাকার বস্তা হাতে অপেক্ষা করছে এলএ গ্যালাক্সি (LA Galaxy) থেকে শুরু করে আল হিলাল (Al Hilal)। এর পাশাপাশি মেসির বার্সেলোনা (Barcelona) কিংবা নিউ ওয়েল’স ওল্ড বয়েজে (Newell's Old Boys) কামব্যাক করার খবরও প্রচার করেছে একাধিক বিদেশি সংবাদমাধ্যম। 

এমনকি কয়েকটি সংবাদমাধ্যমের দাবি ছিল, পিএসজি-র (PSG) কোচ ক্রিস্তফ গালতিয়ের (Christophe Galtier) সঙ্গে নাকি মেসির সম্পর্ক ভালো নয়। কিন্তু এত খবরের ভিড়ে কোনটা যে সত্যি সেটা বের করা বেশ কঠিন ব্যাপারই। আর তাই এমন খবরে বিরক্ত মেসি ও তাঁর বাবা (যিনি মেসির এজেন্টও)। তিনি মেসিকে নিয়ে চাউর হওয়া অন্তত তিনটি খবরকে মিথ্যা বলেছেন। 

আরও পড়ুন: ISL Final 2023, ATKMB vs BFC: সুনীলদের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে নামার আগে কীভাবে ফুটবলারদের তাতালেন জুয়ান ফেরান্দো? জেনে নিন

আরও পড়ুন: ISL Final 2023, ATKMB vs BFC: মেগা ফাইনালের লড়াইয়ে মুখোমুখি সবুজ-মেরুন ও নীল ব্রিগেড, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগে কোন দলের পাল্লা ভারী?

জর্জ মেসি বলেছেন, "লিওকে নিয়ে একের পর এক মিথ্যা খবর প্রচার করা হচ্ছে। এমন ভুয়ো খবরের কোনও বিশ্বাসযোগ্যতা নেই। আপনারা যারা লিও-কে ভালোবাসেন, তারা একেবারেই এমন মিথ্যা খবরকে পাত্তা দেবেন না। আমরা তো ভাবছি, এবার থেকে আর একটি মিথ্যা খবর প্রচারিত হলেই আমরা আইনি পদক্ষেপ নেব।" এগুলো বিশ্বাস করা যাবে না ? আমরা আর কোনো ভুয়া খবর সহ্য করব না।’

যে তিনটি খবরকে জর্জ মেসি মিথ্যা বলে দাবি করেছেন সেগুলো হল, ক্রিস্তফ গালতিয়ের সঙ্গে সমস্যার জন্য মেসি নাকি পিএসজি-র অনুশীলন ছেড়ে চলে গিয়েছেন। পিএসজি-র দেওয়া নতুন চুক্তিপত্রে মেসির সই করতে অস্বীকার করা। এবং আল হিলাল থেকে ৬০০ মিলিয়ন ইউরো বেতন দাবি করেছেন মেসি।

তবে জর্জ মেসি যতই প্রচারমাধ্যমকে হুমকি দিন, তাঁর ছেলেকে নিয়ে গুঞ্জন কোনওদিন থেমে থাকবে না। কারণ সেই ব্যক্তির নাম লিওনেল মেসি। যিনি শুধু একজন ফুটবলার নয়, তিনি বিশ্ব ফুটবলের আঙিনায় নিজেই ইন্ডাস্ট্রি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.