Lionel Messi: অপ্রত্যাশিত! চিন সীমান্তে ঢুকতে মেসিকে বাধা, বিরাট ভুল করে ফেললেন কিংবদন্তি

 Lionel Messi is Stopped by Chinese border control: লিও মেসিকে চিনে ঢুকতে বাধা দিল সীমান্ত আধিকারিকরা। অপ্রত্যাশিত ভুল করে ফেলেছেন লিয়ো। যার জন্য় সাতবারের ব্যালন ডি'অর জয়ীকে ভোগান্তি পোহাতে হল।

Updated By: Jun 12, 2023, 08:14 PM IST
Lionel Messi: অপ্রত্যাশিত! চিন সীমান্তে ঢুকতে মেসিকে বাধা, বিরাট ভুল করে ফেললেন কিংবদন্তি
চিনে গিয়ে বিপাকে লিয়ো!

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কিংবদন্তি লিওনেল মেসি (Lionel Messi) আপাতত চিনে (Lionel Messi is in China)। সঙ্গে এসেছে তাঁর ভুবনজয়ী আর্জেন্টিনা স্কোয়াড (Argentina)। ২০১৭ সালের পর বেজিংয়ে এই প্রথমবার লিও। ফের একবার এশিয়ার মাটিতে তিনি পা রেখছেন প্রীতি ম্যাচ খেলার জন্য। আগামী ১৫ জুন লিওনেল স্কালোনির  (Lionel Scaloni) শিষ্যরা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। (Argentina vs Australia)। কিন্তু মেসি চিনে পা রাখার পরেই তাঁকে চিন সীমান্তে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। মেসি যে পাসপোর্ট নিয়ে চিনে এসেছেন, তা দেখে একেবারেই সন্তুষ্ট হতে পারেননি সীমান্ত আধিকারিকরা। মেসির আর্জেন্টিনার পাশাপাশি স্পেনেরও নাগরিক। দ্বৈত নাগরিকত্বের জন্য লিয়োর রয়েছে দুই দেশেরই পাসপোর্ট। আর্জেন্টিনার হয়ে খেলতে এসেছেন তিনি। কিন্তু ভুল করে নিয়ে এসেছেন স্পেনের পাসপোর্ট। মেসি জানান যে, তিনি আর্জেন্টিনার পাসপোর্ট নিয়ে আসেননি। প্রায় দু'ঘণ্টা পর মেসি ভিসা পান। তারপর তিনি পা রাখতে পারেন চিনে। যদিও এরপর আর কোনও অসুবিধাই হয়নি সাতবারের ব্যালন ডি'অর জয়ীর। মেসি পুরো দমে চিনে অনুশীলন করতে শুরু করে দিয়েছেন। তাঁর শুধু মাঠে নামার অপেক্ষা। 

মেসি বিশ্বের যে প্রান্তেই পা রাখেন, সেখানেই তাঁকে নিয়ে শুরু হয়ে যায় তুমুল উন্মাদনা। ফলে চিনও এখন মেসি ম্যানিয়ায় কাবু। আধুনিক প্রজন্মের অন্যতম সেরা ফুটবলারের এক ঝলক পাওয়ার জন্য ফুটবল ফ্যানরা উদ্বেল হয়ে যান। তবে চিনের পুলিস সেদেশের মানুষকে সতর্ক করেছে সম্পূর্ণ অন্য এক কারণে। মেসি ম্যানিয়ার সঙ্গেই জুড়েছে প্রতারক ও টিকিটের কালোবাজারির রমরমা। প্রচুর অসাধু ব্যক্তি মাথা চাড়া দিয়েছে। তাঁরা সাতবারের ব্যালন ডি'ওর জয়ীকে ভাঙিয়ে, সাধারণ মানুষকে ঠকিয়ে মুনাফা কামানোর পথ বেছে নিয়েছে। এর মধ্যেই চিনে একটি বিজ্ঞাপন ঘুরছে, সেখানে বলা হয়েছে যে, মেসির সঙ্গে সন্ধ্যা কাটানোর সুযোগ করে দেওয়া হবে ৩০০,০০০ ইউয়ানের বিনিময়ে (এক ইউয়ান ভারতীয় মুদ্রায় ১১ টাকা ৫৭ পয়সার সমান)। বেজিং পুলিসের সিকিউরিটি ব্যুরো চিনা ট্যুইটার প্ল্যাটফর্মে মজা করে লিখেছে, 'আপনি যদি ৩০০,০০০ ইউয়ানের জন্য প্রতারিত হন, তাহলে আমরা আপনার জন্য গ্লাস তুলে ধরব।' আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া প্রীতি ম্যাচ হবে বেজিংয়ে নতুন ভাবে সেজে ওঠা বেজিং ওয়ার্কার স্পোর্টস কমপ্লেক্সে। একসঙ্গে ৬৫ হাজার দর্শক বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের এই স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন। অনলাইনে বিভিন্ন ভুয়ো প্রমোশন ছেয়ে গিয়েছে। সেখানে বলা হয়েছে, ইন্টার্নাল স্টেডিয়াম পাস পাওয়া যাবে পাঁচ হাজার ইউয়ানে। এর সঙ্গেই থাকছে আট হাজার ইউয়ানে টেলর্ড ভিআইপি প্যাকেজ। এই প্যাকেজে মেসির অটোগ্রাফ জার্সি, সামনের দিকের আসন ও মেসির সঙ্গে ফটো তোলার সুযোগ থাকবে। এমনকী বলা হয়েছে যে, ৫০ মিলিয়ন ইউয়ান খরচ করলে মেসিকে দিয়ে পণ্য প্রমোট করানো যাবে। 

আরও পড়ুন: Real Madrid’s Number 7: ন'বছর সাতে মাত করেছেন রোনাল্ডো, রিয়ালের আইকনিক জার্সি এখন কার?

শুধু চিন নয়, বেজিংয়ে খেলার পরে আর্জেন্টিনার পরবর্তী গন্তব্য ইন্দোনেশিয়া। সেখানে মেসির দল খেলবে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে। গত ৪ ডিসেম্বর সকারুজদের বিরুদ্ধেই কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেন মেসিরা। নীল-সাদা জার্সিধারীরা ২-১ গোলে হলুদ বাহিনীকে হারিয়ে দিয়েছিল। মেসি ও জুলিয়ান আলভারেজ গোল করেছিলেন। আগামী বৃহস্পতিবার বিশ্বকাপের রিম্যাচই দেখবে চিন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.