IND vs BAN, ICC T20 World Cup 2022: বৃষ্টি ভেজা অ্যাডিলেডে 'ভারত উদয়', রুদ্ধশ্বাস ম্যাচে টাইগার্সদের হারিয়ে লিগ টেবলের শীর্ষে টিম ইন্ডিয়া

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার শান্ত রোহিত শর্মার ব্যাট। এবারও দ্রুত ফিরলেন। তবে আশার কথা অর্ধ শতরান করলেন কেএল রাহুল। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ফের একবার বিরাট কোহলি রুখে না দাঁড়ালে ভারতের সমস্যা বাড়ত। লিটন দাস শুরুতে ঝড় তুললেও, বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। এরপর দারুণ কামব্যাক করে টিম ইন্ডিয়া। 

Last Updated: Wednesday, November 2, 2022 - 17:52
IND vs BAN, ICC T20 World Cup 2022: বৃষ্টি ভেজা অ্যাডিলেডে 'ভারত উদয়', রুদ্ধশ্বাস ম্যাচে টাইগার্সদের হারিয়ে লিগ টেবলের শীর্ষে টিম ইন্ডিয়া
বৃষ্টি ভেজা অ্যাডিলেডে 'ভারত উদয়'। ছবি: টুইটার

অর্শদীপের হাতে বল তুলে দিলেন রোহিত। এল রুদ্ধশ্বাস জয়। 

৬ বলে দরকার ২০ রান। প্রথম বলে এল ১ রান। দ্বিতীয় বলে ছক্কা মারলেন নুরুল হাসান। তৃতীয় বলে অর্শদীপের কামব্যাক। এবার ডট পেল ভারত। চতুর্থ বলে এল ২ রান। এবার পঞ্চম বলে চার মেরে দিলেন নুরুল। জয়ের জন্য শেষ বলে দরকার ৭ রান। ছক্কা মারলে খেলা সুপার ওভারে চলে যাবে। তবে সেটা হল না। শেষ ওভারের ষষ্ঠ বলে মাত্র ১ রান দিলেন অর্শদীপ। ফলে ডিএলএস নিয়মে ৫ রানে জিতে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে চলে গেল টিম ইন্ডিয়া। 

 

১৯তম ওভারে বল করতে এসে ১১ রান দিলেন হার্দিক। 

 

প্রথম বলে তাসকিন চার পেলেন। দ্বিতীয় বলে রান হল না। তৃতীয় বলে আবার ছক্কা মারলেন তাসকিন। চতুর্থ বলে ফের এল রান। মূল্যবান ডট বল পেলেন হার্দিক। শেষ বলও ডট। 

 

বাংলাদেশের ১২ বলে দরকার ৩১ রান। 

 

রুদ্ধশ্বাস ম্যাচ জিততে টিম ইন্ডিয়ার লক্ষ্য আরও ৪ উইকেট। 

 

জয়ের আলো দেখছে টিম ইন্ডিয়া। 

 

শেষ ১১ বলে মাত্র ৯ রানে ৪ উইকেট হারিয়েছে টাইগার্সরা। 

ফের একই ওভারে হার্দিকের ম্যাজিকাল বোলিং। 

 

১০৮ রানে ছয় উইকেট হারাল বাংলাদেশ। 

 

১০২ রানে পাঁচ উইকেট চলে গেল। 

 

ইয়াসির আলিকে আউট করলেন হার্দিক। 

 

জোড়া সাফল্য পেল ভারত। ১০০ রানে ৪ উইকেট হারাল বাংলাদেশ। 

 

প্রথম বলে আফিফকে আউট করার পর এবার সাকিবকে ফেরালেন অর্শদীপ সিং। 

 

বড় সাফল্য পেল ভারত। ৯৯ রানে ৩ উইকেট হারাল বাংলাদেশ। 

 

অর্শদীপকে তুলে মারতে গেলে সূর্যের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন আফিফ হসেন। 

 

অশ্বিনকে পরপর দুটি চার মারলেন সাকিব। 

 

১১ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৯৯। জয়ের জন্য দরকার ৩০ বলে ৫২ রান।

 

১০ ওভারে ৮৮ রানে ২ উইকেট তুলেছে বাংলাদেশ। 

 

টাইগার্সদের জয়ের জন্য দরকার ৩৬ বলে ৬৩ রান। উইকেটের খোঁজে ভারত। 

 

১০তম ওভারের প্রথম বলেই আউট শান্ত। 

শামির বলে ক্যাচ ধরলেন সূর্য। ৮৪ রানে ২ উইকেট হারাল বাংলাদেশ। 

 

৯ ওভারে ৮৪ রানে ১ উইকেট। উইকেটের খোঁজে ভারত। 

 

বাংলাদেশের জয়ের জন্য দরকার ৪২ বলে ৬৭ রান। 

 

৮ ওভারে ৭৪ রানে ১ উইকেট। 

 

বাংলাদেশের জয়ের জন্য দরকার ৪৮ বলে ৭৭ রান। 

 

ভারতের বড় সাফল্য। ৬৮ রানে ১ উইকেট হারাল বাংলাদেশ। 

কেএল রাহুলের সোজাসুজি থ্রো। রান ২৭ বলে ৬০ রানে রান আউট হয়ে ফিরছেন লিটন দাস। 

 

ডিউ ফ্যাক্টরের পর অশ্বিনের হাতে বল। 

 

বৃষ্টি থেমে যাওয়ার পর ভারতীয় সময় অনুসারে ৪:৫১ মিনিটে খেলা শুরু হল। 

 

কিছুক্ষণ পরেই খেলা শুরু হবে। 

বৃষ্টির জন্য লিটনদের টার্গেট ১৬ ওভারে ১৫১, টাইগার্সদের দরকার ৫৪ বলে ৮৫ রান  

 

খেলা শুরু হলেও বাংলাদেশের টার্গেট কত দাঁড়াবে? 

 

১৮ ওভারে ১৬৯

১৫ ওভারে ১৪২

১৩ ওভারে ১২২ 

১০ ওভারে ৮৯ করলেই টাইগার্সরা জিতে যাবে। 

 

ডিএলস অনুসারে ৭ ওভারে ৪৯ রান তুলতে হত। 

 

তবে চিন্তা নেই বাংলাদেশের। ১৭ রানে এগিয়ে রয়েছে টাইগার্সরা। 

 

৭ ওভারে বাংলাদেশের রান ৬৬। 

 

আর পরেই শুরু হল বৃষ্টি। মাঠ কভার দিয়ে ঢাকছেন গ্রাউন্ডসম্যানরা। 

 

অকাতরে ১৬ রান বিলোলেন শামি। 

 

পাওয়ার প্লে-তে ৬০ রান তুলে নিল বাংলাদেশ। লিটন ২৪ বলে ৫৬ ও নাজমুল ১২ বলে ৪ রানে ক্রিজে আছেন। 

 

রোহিতের চাপে রাখছেন লিটন দাস। 

 

মাত্র ২১ বলে সেরে নিলেন অর্ধ শতরান। মারলেন ৭টি চার ও ৩টি ছক্কা। 

 

৫ ওভারে বাংলাদেশের রান ৪৪। 

 

৪ ওভারে ৩৫ রান তুলে নিল বাংলাদেশ। 

 

লিটন ১৯ বলে ৪১ ও নাজমুল ১১ বলে ৩ রানে ক্রিজে আছেন। 

 

৩ ওভারে ৩০ রান তুলে নিল বাংলাদেশ। 

 

লিটন ১১ বলে ২৮ ও নাজমুল ৭ বলে ২ রানে ক্রিজে আছেন। 

 

পাওয়ার প্লে-তে টিম ইন্ডিয়ার পেসারদের বুঝে নিচ্ছেন লিটন দাস। 

 

তৃতীয় ওভারে ভুবিকে মারলেও, লিটনের লোপ্পা ক্যাচ ফেলে দিলেন কার্তিক। 

 

বাঁচলেও অর্শদীপ সিংকে টার্গেট করলেন লিটন দাস। 

 

তিনটি চার মারলেন লিটন। দুই ওভারে বাংলাদেশের রান ১৪ রান। 

 

শুরুটা দারুণ করলেন ভুবনেশ্বর কুমার। 

 

প্রথম ওভারে মাত্র ২ রান তুলল বাংলাদেশ। 

 

নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান তুলেছে টিম ইন্ডিয়া। টাইগার্সদের টার্গেট ১৮৫ রান। 

বিরাট কোহলি ৪৪ বলে ৬৪ রানে অপরাজিত রইলেন। মারলেন ৮টি চার ও ১টি ছক্কা। 

 

শেষ ওভারের শেষ বলে এল ১ রান। 

 

পঞ্চম বলে ১ রান নিলেন বিরাট। 

 

চতুর্থ বলে ১ রান নিলেন অশ্বিন। 

 

তৃতীয় বলে অশ্বিনের ব্যাট থেকে এল চার রান। চাপে বাংলাদেশ। 

 

দ্বিতীয় বলে ছয় মারলেন অশ্বিন। 

 

১৯ ওভারে ভারত ৬ উইকেটে ১৭০ রান তুলে নিল ভারত।

 

৪২ বলে ৬১ রানে ক্রিজে আছেন বিরাট। 

 

১৫৭ রানে ছয় উইকেট হারাল টিম ইন্ডিয়া। 

 

অক্ষর ৭ রানে আউট হলেন। 

 

১৭ ওভারে ভারত ৫ উইকেটে ১৫৭ রান তুলেছে। 

 

বিরাট ৫০ ও অক্ষর ৭ রানে ক্রিজে আছেন। 

 

৩৭ বলে অর্ধ শতরান করলেন বিরাট কোহলি। 

রান আউট হলেন কার্তিক। ১৭ ওভারে ভারত ৫ উইকেটে ১৫০ রান তুলেছে। 

 

১৬ ওভারে ভারত ৪ উইকেটে ১৪০ রান তুলেছে। 

 

বিরাট ৪৬ ও কার্তিক ২ রানে ক্রিজে আছেন। 

 

চতুর্থ উইকেট হারাল টিম ইন্ডিয়া। 

 

হাসান মাহমুদের বলে পয়েন্টে থাকা ইয়াসিরকে ক্যাচ দিয়ে ফিরলেন হার্দিক। ১৩০ রানে ৪ উইকেট হারাল ভারত। 

 

ফের একবার চাপের মুখে ছন্দে ব্যাট করছেন বিরাট কোহলি। 

১৫ ওভারে ভারত ৩ উইকেটে ১৩০ রান তুলেছে। বিরাট ৪০ ও হার্দিক ৫ রানে ক্রিজে আছেন। 

 

১৪ ওভারে ভারত ৩ উইকেটে ১১৯ রান তুলেছে। 

 

বিরাট  ৩২ ও হার্দিক ২ রানে ক্রিজে আছেন। 

 

বড় সাফল্য পেল বাংলাদেশ। 

 

ফর্মে থাকা সূর্যকে বোল্ড করে দিলেন সাকিব আল হাসান। ১৬ বলে ৩০ রানে ফিরলেন সূর্য। ১১৭ রানে ৩ উইকেট হারাল ভারত। 

 

হাত খুলে মারছেন সূর্য। টার্গেট করলেন হাসান মাহমুদকে। 

 

১৩ ওভারে ভারত ২ উইকেটে ১১৫ রান তুলেছে। বিরাট ২৫ বলে ৩০ ও সূর্য ১৫ বলে ৩০ রানে ক্রিজে আছেন। 

 

 

২ উইকেট ভারতের ১০০ রান পূর্ণ হল। 

 

১২ ওভারে ভারত ২ উইকেটে ১০১ রান তুলেছে। বিরাট ২৯ ও সূর্য ১৭ রানে ক্রিজে আছেন। 

 

১১ ওভারে ভারত ২ উইকেটে ৯২ রান তুলেছে। 

 

বিরাট ২৬ ও সূর্য ১১ রানে ক্রিজে আছেন। 

 

১০ ওভারে ভারত ২ উইকেটে ৮৬ রান তুলেছে। 

 

বিরাট ২৪ ও সূর্য ৭ রানে ক্রিজে আছেন। 

 

দ্বিতীয় সাফল্য পেল বাংলাদেশ। 

 

৩২ বলে ৫০ রান করে সাকিবের বলে ফিরলেন কেএল রাহুল। 

 

সরিফুলের ওভারে ২৪ রান তুলে নিলেন কেএল রাহুল ও বিরাট। 

 

৯ ওভারে ১ উইকেটে ৭৬ রান তুলেছে ভারত। কেএল রাহুল ৪৮ ও বিরাট ২৩ রানে ক্রিজে আছেন। 

 

সাকিবের প্রথম ওভারে এল ৮ রান। 

 

৮ ওভারে ১ উইকেটে ৫২ রান তুলেছে ভারত। কেএল রাহুল ৩১ ও বিরাট ২২ রানে ক্রিজে আছেন। 

 

বিশ্বরেকর্ড কোহলির 

 

সপ্তম ওভারে বল করতে আসেন তাসকিন। তিনি নিজের চতুর্থ ওভারে ৫ রান খরচ করেন। ৭ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৪২ রান। তাস্কিন ৪ ওভারে ১৫ রান খরচ করেন। রাহুল ২৩ রানে ব্যাট করছেন। কোহলির সংগ্রহ ১৬ রান। কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি রান করার বিশ্বরেকর্ড গড়ে ফেলেন। তিনি ভেঙে দেন মাহেলা জয়াবর্ধনের রেকর্ড। জয়াবর্ধনে টি-২০ বিশ্বকাপে ১০১৬ রান সংগ্রহ করেছেন। তাঁকে টপকে যেতে বিরাটের দরকার ছিল ১৬ রান। বাংলাদেশ ম্যাচের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির সংগ্রহ ছিল সাকুল্যে ১০০১ রান।

 

পিচের ফায়দা তুলে দারুণ বল করছেন বাংলাদেশের চার পেসার। 

 

৭ ওভারে ১ উইকেটে ৪৩ রান তুলেছে ভারত। কেএল রাহুল ২২ বলে ২৩ ও বিরাট ১৩ বলে ১৬ রানে ক্রিজে আছেন। 

 

নিজের প্রথম ওভারে ৭ রান দিলেন মুস্তাফিজুর রহমান। 

 

পাওয়ার-প্লে-র মধ্যে ভারত ১ উইকেটে মাত্র ৩৭ রান তুলেছে। কেএল রাহুল ২২ ও বিরাট ১৩ রানে ক্রিজে আছেন। 

 

তাসকিনকে জোড়া চার মারলেন বিরাট। 

 

৫ ওভারে ১ উইকেটে ৩০ রান তুলেছে টিম ইন্ডিয়া। 

 

৪ ওভারে ভারত ১ উইকেটে ২২ রান তুলে নিল। 

 

কে এল রাহুল ১৮ ও বিরাট ১ রানে ক্রিজে আছেন। 

 

বড় ধাক্কা খেল ভারত। রোহিত আউট। 

লোপ্পা ক্যাচ ফেলে হাসান মাহমুদ টিম ইন্ডিয়ার অধিনায়ককে ফেরালেন। ১১ রানে ১ উইকেট হারাল ভারত। 

 

রোহিতের লোপ্পা ক্যাচ ফেলে দিলেন হাসান মাহমুদ। 

 

দারুণ বোলিং করেও সাফল্য পেলেন না তাসকিন। ভারতের রান ৩ ওভারে ১১। 

 

সরিফুলের বিরুদ্ধে হাত খুললেন কেএল রাহুল। 

 

দুই ওভারের শেষে ভারতের রান ১০। 

 

অ্যাডিলেডের পিচ ও আবহাওয়াকে কাজে লাগালেন তাসকিন আহমেদ। 

 

প্রথম ওভারের শেষে ভারতের রান মাত্র ১। 

 

ভারতীয় দলে একটি বদল। 

 

দীপক হুডার পরিবর্তে দলে এলেন অক্ষর প্যাটেল। 

 

সৌম্য সরকার দলে নেই। 

 

একজন বাড়তি জোরে বোলার হিসেবে সরিফুল ইসলামকে খেলাচ্ছে টাইগার্সরা। 

 

টস জিতলেন সাকিব আল হাসান। 

 

বল করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ। ব্যাট করতে নামবে টিম ইন্ডিয়া। 

 

অ্যাডিলেডের বাইশ গজ কেমন?  

 

অ্যাডিলেডের বাইশগজে রান উঠবে। তাছাড়া একই পিচে জিম্বাবোয়ে বনাম নেদারল্যান্ড ম্যাচ খেলা হয়। তাই পুরনো পিচে ব্যাটিং করা তুলনায় সহজ হয়ে দাঁড়াতে পারে। দুই দলের স্পিনাররা সাহায্য পেতে পারেন বাইশগজ থেকে। তবে আকাশ মেঘলা থাকায় দুই দলের জোরে বোলাররাও সাহায্য পেতে পারেন। 

ভারত ও বাংলাদেশ, দুই দলের অবস্থান। 

 

এই মুহূর্তে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ 'বি'-র দুই নম্বরে আছে ভারত। সমসংখ্যক ম্যাচ খেলে টাইগার্সদের পয়েন্টও সমান। তবে নেট রানরেটের বিচারে এগিয়ে রয়েছে রোহিত শর্মার দল। ০.৮৪৪। সেখানে সাকিব আল হাসানদের রানরেট -১.৫৩৩।  

 

বৃষ্টি কি রোহিত শর্মার টিম ইন্ডিয়ার ভাগ্যে বাধা হতে পারে!

 

বুধবার রাতের দিকেও ৪০-৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে প্রবল ঠান্ডার সঙ্গে বইবে প্রবল হাওয়া। ফলে চতুর্থ ম্যাচ ভেস্তে গেলে সেমি ফাইনালের লড়াইয়ের আগে বেশ চাপে পড়ে যাবে টিম ইন্ডিয়া । 

 

৩ ম্যাচে মাত্র ২২ রান। কেএল রাহুলের ব্যাটিং ফর্ম নিয়ে প্রশ্ন তো উঠছে।

 

ব্যর্থতার হ্যাটট্রিক করলেন টিম ইন্ডিয়ার ওপেনার। পাকিস্তানের বিরুদ্ধে ৪ রানে আউট হয়ে যাওয়ার পর,দুর্বল নেদারল্যান্ডসের বিরুদ্ধে রান পাননি রাহুল। ডাচদের বিরুদ্ধে ফিরেছিলেন মাত্র ৯ রানে। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও একই হাল। প্রোটিয়াসদের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছিল ১৪ বলে ৯ রান। 

প্রথম একাদশে থাকবেন ঋষভ পন্থ? 

 

দীনেশ কার্তিক এমনিতেই ছন্দে নেই। এরমধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোমরে চোট পেয়েছিলেন। পন্থের শিকে ছেঁড়ে কিনা সেটাই দেখার।