চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিকের লক্ষ্যে রিয়াল, জিততে মরিয়া লিভারপুল

শনিবার কিয়েভে মেগা ফাইনালে লড়াই রোনাল্ডো বনাম সালাহ।

Updated By: May 26, 2018, 11:38 AM IST
চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিকের লক্ষ্যে রিয়াল, জিততে মরিয়া লিভারপুল
সৌজন্যে- টুইটার

নিজস্ব প্রতিবেদন :  বায়ার্ন মিউনিখের পর দ্বিতীয় দল হিসেবে টানা তৃতীয়বার ইউরোপ সেরা হওয়ার হাতছানি রিয়াল মাদ্রিদের সামনে। কিয়েভে লক্ষ্য পূরণ থেকে এক ধাপ দূরে দাঁড়িয়ে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। রিয়ালের বিজয়রথ থামাতে মরিয়া য়ুর্গেন ক্লপের দল। ষষ্ঠবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে মরিয়া লিভারপুল।

আরও পড়ুন- ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ইস্তানবুলে, ইউরো কাপ ফাইনাল ওয়েম্বলিতে

১৯৭৪ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ইউরোপিয়ান কাপে টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন মিউনিখ। ইউক্রেনের কিয়েভে ফাইনালে লিভারপুলকে হারাতে পারলে বায়ার্নের কীর্তিকে স্পর্শ করবে রিয়াল। টুর্নামেন্টের আধুনিক সংস্করণে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার অনন্য নজির গড়বে রোনাল্ডোরা। ফাইনালে নিজের দলকে অবশ্য মোটেও ফেভারিট মনে করছেন না কোচ জিনেদিন জিদান।লিভারপুলকে হালকাভাবে নিতে নারাজ ফরাসি কোচ।

এদিকে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা য়ুর্গেন ক্লপের জন্য সুখকর ছিল না। ওয়েম্বলির ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হারতে হয়েছিল তাঁকে। কিন্তু সেবার যে আবেগ অনুভব করেছিলেন ক্লপ, এবার নাকি ততটা অনুভব করছেন না তিনি। ক্লপের আবেগ কম থাকলেও সালাহ-ফিরমিনোদের আবেগে এতটুকুও কমতি দেখছেন না ক্লপ। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নামার আগে উজ্জীবিত গোটা দল।

শনিবার মেগা ফাইনালে লড়াই রোনাল্ডো বনাম সালাহ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালকে কেবল রোনাল্ডোর সঙ্গে নিজের লড়াই হিসেবে দেখতে নারাজ লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ। মোহামেদ সালাহর সঙ্গে নিজের তুলনা অর্থহীন বলেই মনে করেন সিআর সেভেন। পর্তুগিজ সুপারস্টারের মতে, তাঁরা সম্পূর্ণ ভিন্ন ধরনের ফুটবলার।

.