চ্যাম্পিয়ন্স লিগে জয় পেল লিভারপুল, হার অ্যাটলেটিকোর, আটকে গেল পিএসজি
দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে অ্যাঞ্জেল দি মারিয়ার গোলে সমতায় ফেরে পিএসজি।
নিজস্ব প্রতিবেদন : চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে বড় জয় পেল লিভারপুল। অ্যানফিল্ডে সালহার জোড়া গোলে রেড স্টার বেলগ্রেডকে ৪-০ গোলে হারাল ক্লপের দল। অন্যদিকে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ০-৪ গোলে হারল অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে নাপোলির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল পিএসজি।
অ্যানফিল্ডে ঘরের মাঠে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে সি-গ্রুপের ম্যাচে স্টার বেলগ্রেডের বিরুদ্ধে শুরুটা বেশ হয় লিভারপুলের। ২০ মিনিটে প্রথমে দলকে এগিয়ে দেন রবের্তো ফিরমিনো। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন মোহামেদ সালাহ। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে স্পটকিক থেকে স্কোরলাইন ৩-০ করেন সেই সালহা। বক্সের মধ্যে সাদিও মানেকে ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। ৭৫ মিনিটে ফের পেনাল্টি পেলেও স্পটকিক থেকে গোল করতে পারেননি মানে। কিন্তু ৮০ মিনিটে বেলগ্রেডের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সেই সেনেগালের মানেই। চ্যাম্পিয়ন্স লিগে তিনটি ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে সি গ্রুপের শীর্ষে লিভারপুল।
Full-time at Anfield...
Firmino
Salah
Mane https://t.co/n2y6FBe4PF— Liverpool FC (@LFC) October 24, 2018
সি গ্রুপের অন্য ম্যাচে পিএসজির মাঠে ২-২ গোলে ড্র করে নাপোলি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে কখনও ইতালির দলের বিরুদ্ধে জিততে না পারার রেকর্ড অক্ষত রাখল প্যারি সাঁ জাঁ। ২৮ মিনিটে নাপোলিকে এগিয়ে দেন লরেনসো ইনসিনিয়ে। ডান দিক থেকে হোসে কায়েহনের বাড়ানো ক্রস অফসাইডের ফাঁদ ভেঙে চিপ করে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লক্ষ্যভেদ করেন ইতালির এই ফরোয়ার্ড। পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে পিএসজি। এরপর ৭৮ মিনিটে মের্টেন্সের গোলে ফের এগিয়ে যায় নাপোলি। ম্যাচে ফেরার চেষ্টায় মরিয়া পিএসজিকে আটকে দেন একা অসপিনা। এরপর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে অ্যাঞ্জেল দি মারিয়ার গোলে সমতায় ফেরে পিএসজি। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হওয়ায় নাপোলির পয়েন্ট ৫। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ফরাসি চ্যাম্পিয়নরা।
FULL TIME: Ángel Di María strikes deep into extra time to help PSG salvage a 2-2 draw with Napoli! #PSGNAP pic.twitter.com/HihAcBndxW
— Paris Saint-Germain (@PSG_English) October 24, 2018
অন্যদিকে এ গ্রুপে জয়ের ধারা অব্যাহত রেখেছে বরুশিয়া ডর্টমুন্ড। নিজেদের তৃতীয় ম্যাচে স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারাল জার্মান ক্লাবটি। ডর্টমুন্ডের হয়ে জোড়া গোল করেন রাফায়েল গুরেইরো। বাকি দুটি গোল করেন অ্যাক্সেল উইটসেল এবং জ্যাডন স্যাঞ্চো।
93' | 4-0 | C’est terminé à Dortmund. #BVBAtleti #Ldc #UCL #AúpaAtleti pic.twitter.com/JuKItywFVv
— Atlético de Madrid (@AtletiFR) October 24, 2018