পুজোর আগেই ক্লোজড ডোর আইপিএল করার ভাবনা সৌরভের বোর্ডের
প্রয়োজনে আমরা দেশের বাইরেও টুর্নামেন্ট আয়োজন করতে পারি
![পুজোর আগেই ক্লোজড ডোর আইপিএল করার ভাবনা সৌরভের বোর্ডের পুজোর আগেই ক্লোজড ডোর আইপিএল করার ভাবনা সৌরভের বোর্ডের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/06/12/255278-ipl.jpg)
নিজস্ব প্রতিবেদন: টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত ঝুলে থাকলেও আইপিএল নিয়ে আশার বাণী শোনাল ভারতীয় ক্রিকেট বোর্ড। চলতি বছরে আইপিএল করতে মরিয়া সৌরভের বোর্ড। এমনকী ক্লোজড ডোর আইপিএলের ভাবনাচিন্তাও শুরু করে দিয়েছে বিসিসিআই। সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল করার ভাবনা রয়েছে বোর্ডের। ভারতে না হলে প্রয়োজনে সংযুক্ত আরব আমিরশাহি কিংবা শ্রীলঙ্কায় হবে আইপিএল।
আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেন, "আমরা আইপিএল আয়োজনের জন্য তৈরি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি কী সিদ্ধান্ত নেয় তা জানার পরেই আমরা সূচি তৈরি করব। প্রয়োজনে আমরা দেশের বাইরেও টুর্নামেন্ট আয়োজন করতে পারি। " দেশের বাইরে আইপিএল অর্থাত্ সংযুক্ত আরব আমিরশাহি কিংবা শ্রীলঙ্কায় আইপিএল আয়োজন হতে পারে।
তবে সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে আইপিএল আয়োজন প্রায় পাকা করে ফেলেছে ভারতীয় বোর্ড। ব্রিজেশ প্যাটেল আরও জানান, " ভারতে হোক কিংবা দেশের বাইরে হোক গোটা টুর্নামেন্ট ২-৩টে ভেন্যুর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এমনকী দর্শক ছাড়াই হবে এবারের লিগ।"
আরও পড়ুন - বলের পালিশ ধরে রাখতে থুতু বা লালা ব্যবহারে নিষেধাজ্ঞা; টেস্টে কঠিন কাজ বোলারদের, মত ডিকে-র