LSG New Captain For IPL 2025: রাহুলের জায়গায় লখনউয়ের মসনদে কাকে বসালেন গোয়েঙ্কা?

LSG Announces New Captain For IPL 2025: আসন্ন আইপিএলের নতুন নেতা বেছে নিল লখনউ সুপার জায়ান্টস  

Updated By: Jan 20, 2025, 05:30 PM IST
LSG New Captain For IPL 2025: রাহুলের জায়গায় লখনউয়ের মসনদে কাকে বসালেন গোয়েঙ্কা?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়র লিগে (IPL 2025) কে হতে চলেছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক (LSG New Captain For IPL 2025)? দেখতে গেলে এই প্রশ্নের উত্তর গত নভেম্বরে জেদ্দায় আইপিএল নিলাম (IPL Auction 2025) চলাকালীনই চলে এসেছিল, যখন সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি ৫১ কোটি টাকা নিয়ে বাজার করতে নেমে ২৭ কোটি টাকা শুধু ঋষভ পন্থকে ( Rishabh Pant) নিতেই খরচ করেছিল। সোমবার লখনউ জানিয়ে দিল যে, কেএল রাহুলের (KL Rahul) সিংহাসনে বসবেন পন্থ। তাঁকেই বেছে নেওয়া হল নতুন অধিনায়ক হিসাবে। 

আরও পড়ুন: অনেক হয়েছে, আর রেয়াত নয়, বোর্ডের নির্দেশেই সূর্যদের কলকাতায় জোড়া ফতোয়া!

পন্থ ২০২১, ২০২২ এবং ২০২৪ সালে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছেন। তবে নতুন মরসুম শুরুর আগে তিনি ফ্র্যাঞ্চাইজি থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নেন। নিলামের আগে দিল্লি ধরে রেখেছিল অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল, ট্রিস্টান স্টাবস ও কুলদীপ যাদবকে। লখনউ এবং দিল্লির মধ্যে দর কষাকষির পর আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে পন্থের নাম উঠে আসে। দিল্লি তাদের রাইট টু ম্যাচ (আরটিএম) ব্যবহার করলেও, এলএসজি রেকর্ড দর দিয়ে ছিনিয়ে নেয় পন্থকে। এদিন পন্থকে নতুন নেতা হিসেবে ঘোষণা করার পর গোয়েঙ্কা বলেন, 'ঋষভ পন্থ কেবল আইপিএলেরই সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হবেন না, বরং সে সেরা খেলোয়াড়ও হবেন'

আরও পড়ুন: বিশ্বজয়ী দলকে নিয়ে মেসি ভারতে! ক্যালেন্ডার দাগিয়ে নিন এখনই, কলকাতা কি পার্বে দর্শন?

এলএসজিতে পন্থ হেড কোচ হিসাবে জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে কাজ করবেন। দলের পরামর্শদাতা হিসেবে পাবেন জাহির খানেকে। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন পন্থ দেখা করেছেন ল্যাঙ্গারের সঙ্গে। ব্যাটিং বিভাগে পন্থ পাবেন নিকোলাস পুরান, ডেভিড মিলার, মিচেল মার্শ এবং এইডেন মারক্রমকে।  থাকবেন আয়ুশ বাদোনি, আরিয়ান জুয়াল, আব্দুল সামাদ এবং হিম্মত সিং। লখনউয়ের বোলিং বিভাগে রয়েছেন ভারতীয় পেসার আকাশ দীপ এবং আবেশ খান, রবি বিষ্ণোই, ময়াঙ্ক যাদব এবং মহসিন খানরা। এই নিয়ে ঋষভ দিল্লির পর দ্বিতীয় কোনও ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিতে চলেছেন। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.