Mahendra Singh Dhoni: গ্রামের অখ্যাত বৈদ্যের কাছে কত টাকায় চিকিৎসা করান 'ক্যাপ্টেন কুল'? জানতে পড়ুন

একাধিক সংবাদ মাধ্যমের দাবি, বন্ধন সিং খারওয়ার নামক বৈদ্য দাবি করেছেন যে প্রাথমিকভাবে ধোনিকে চিনতে পারেননি। ধোনির বাবা-মা'কেও চিনতে পারেননি তিনি। আশপাশের লোকজন ধোনির সঙ্গে ছবি তোলার জন্য ভিড় করলে বুঝতে পারেন যে তিনি প্রাক্তন ভারতীয় অধিনায়কের চিকিৎসা করছেন।   

Updated By: Jul 1, 2022, 08:22 PM IST
Mahendra Singh Dhoni: গ্রামের অখ্যাত বৈদ্যের কাছে কত টাকায় চিকিৎসা করান 'ক্যাপ্টেন কুল'? জানতে পড়ুন
ধোনির এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনেক বছর ধরেই হাঁটুর চোটে ভুগছেন। সেই ব্যথা থেকে মুক্তি পেতে এ বার রাঁচির এক অখ্যাত বৈদ্যের গিয়ে চিকিৎসা করালেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। অনেকের কাছে বিষয়টা গল্পের মতো মনে হলেও, একাধিক সংবাদ মাধ্যমের দাবি মাত্র ৪০ টাকায় প্রতিটি ডোজের জন্য আয়ুর্বেদ চিকিৎসা করান বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক।  

দ্য স্টেটসম্যানের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি হাঁটুর চোটে ভুগছেন ধোনি। সেই জন্য রাঁচি থেকে ৭০ কিলোমিটার দূরে লাপুং থানার কাটিংকেলায় এক বৈদ্যের কাছে যান। একটি গাছের তলায় তাঁবু খাটিয়ে বৈদ্য বন্ধন সিং খারওয়ার নামে ওই ব্যক্তি গত ২৮ বছর ধরে রোগী দেখছেন। গত এক মাস ধরে তাঁর কাছে যাচ্ছেন ধোনি। ওষুধ আনতে নিজেই একাধিকবার গিয়েছেন। চারদিনের ব্যবধানে একটি করে ডোজ দেওয়া হয়। বৈদ্য যে ওষুধ দেন, সেটা বাড়িতে নিয়ে যাওয়া যায় না। বৈদ্যর সামনেই খেয়ে নিতে হয়। এমনটাই দাবি করা হয়েছে। 

বৈদ্যকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, "সেলিব্রেটি সুলভ কোনওরকম আচরণ ছাড়াই ধোনি আসেন। সেলিব্রেটি হলেও তাঁর মধ্যে কোনও দেখনদারি নেই। তবে প্রতি চারদিনে ধোনি আসায় লোকজন ভিড় করেন। তাই এখন তিনি গাড়িতে বসে থাকেন এবং গাড়িতেই তাঁকে ওষুধ দেওয়া হয়।" 

একাধিক সংবাদ মাধ্যমের দাবি, বন্ধন সিং খারওয়ার নামক বৈদ্য দাবি করেছেন যে প্রাথমিকভাবে ধোনিকে চিনতে পারেননি। ধোনির বাবা-মা'কেও চিনতে পারেননি তিনি। আশপাশের লোকজন ধোনির সঙ্গে ছবি তোলার জন্য ভিড় করলে বুঝতে পারেন যে তিনি প্রাক্তন ভারতীয় অধিনায়কের চিকিৎসা করছেন। 

আরও পড়ুন: Virat Kohli, ENG vs IND: মাত্র ১১! অখ্যাত ম্যাথু পটসের বলে আউট 'কিং কোহলি'

আরও পড়ুন: India Women vs Sri Lanka Women : ব্যাটে-বলে অনবদ্য দীপ্তি শর্মা, শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারাল ভারতের প্রমীলাবাহিনী

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.