'ম্যান অফ দ্য ম্যাচ' এর পুরস্কার জ্যান্ত মুরগি!

এটাই কি রেওয়াজ? নাকি আর্থিক অসঙ্গতির জন্যই এমন পুরস্কার দিতে বাধ্য হচ্ছেন আয়োজকরা! 

Updated By: Jul 24, 2019, 01:11 PM IST
'ম্যান অফ দ্য ম্যাচ' এর পুরস্কার জ্যান্ত মুরগি!

নিজস্ব প্রতিবেদন : ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পর বিয়ার বা শ্যাম্পেন-এর ফোয়ারা ছোটান ফুটবলাররা। কেউ কেউ আবার মোটা অঙ্কের আর্থিক পুরস্কার নিয়ে হাসিমুখে বাড়ি ফেরেন। ইউরোপিয়ান ফুটবলে ম্যাচ সেরা হলে আর ঘুরে তাকাতে হবে না! মিলবে বড়সড় আর্থিক পুরস্কার। কিন্তু আফ্রিকায়! সেখানে ম্যাচ সেরা হলে মিলছে জ্যান্ত মুরগি! ম্যাচের সেরা ফুটবলার হাসিমুখে সেই জ্যান্ত মুরগি গ্রহণ করছেন। দর্শকরা ফেটে পড়ছেন হাততালিতে। এটাই কি রেওয়াজ? নাকি আর্থিক অসঙ্গতির জন্যই এমন পুরস্কার দিতে বাধ্য হচ্ছেন আয়োজকরা! 

আরও পড়ুন-  এক ম্যাচের নির্বাসন, সঙ্গে ১৫০০ ডলার জরিমানা হল মেসির!

পূর্ব আফ্রিকার মালাওয়াইতে ম্যাচের সেরা হওয়ার পর আস্ত একখানা মুরগি পেলেন এক ফুটবলার। মালাওয়াইয়ের ঘরোয়া ফুটবল লিগের একটি ম্যাচে বিজয়ী দলের হাসান কারোজোগকির হাতে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়েছে জ্যান্ত বন মুরগি! সামাজাকি যোগাযোগ মাধ্যমে সেই ছবি শেয়ার হওয়ার পর উঠেছে হাসির রোল। কিন্তু সব কিছুর মাঝে যেন প্রকট হয়ে উঠছে সেই দেশে আর্থিক দুরবস্থার ছবি। যা নিয়ে কারও কোনও ভ্রুক্ষেপ নেই। যদিও আফ্রিকান ফুটবলে এমন পুরস্কার দেওয়ার ঘটনা এই প্রথম নয়। ঘানাইয়ান লিগে ম্যাচ সেরার হাতে এক জোড়া স্যান্ডেল তুলে দেওয়ার মতো ঘটনা আছে। বতসোয়ানা লিগে সেরা খেলোয়াড় পেয়েছিলেন মুদি দোকানের সামগ্রী। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফুটবল লিগে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল পাঁচ জিবি ডেটা। 

পড়শি দেশ বাংলাদেশেও ম্যাচ সেরার হাতে এমন পুরস্কার দেওয়ার নজির রয়েছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ম্যান অব দ্য ম্যাচ-এর হাতে রাইস কুকার, ইস্ত্রি দেওয়ার নজির রয়েছে। ঢাকা আবাহনীর হয়ে ম্যাচ সেরা হওয়ার পর ইংলিশ অলরাউন্ডার লুক রাইট পেয়েছিলেন একটি ব্লেন্ডার। পরে মজা করে তিনি টুইটারে লেখেন, ''যাক, মায়ের হাতে একটা ব্লেন্ডার তুলে দিতে পারব!''

.