ইস্টবেঙ্গল বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যাচ! যুবভারতী দেখে খুশি ম্যান ইউ কর্তারা
শহরে এসে যুবভারতী দেখে উচ্ছ্বসিত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবল ডিরেক্টর অ্যালান ডসন।
নিজস্ব প্রতিবেদন : ইস্টবেঙ্গলের আমন্ত্রনে কলকাতায় এসেছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের চার আধিকারিক। ঢাকা থেকে বুধবার সন্ধ্যেয় শহরে পৌঁছেছেন তাঁরা। শতবর্ষে ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থাকতে পারেন ইস্টবেঙ্গল সমর্থকরা। আগামী বছরের জুলাইয়ে যুবভারতীতে লাল-হলুদের সঙ্গে খেলতে পারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। নতুন মরসুম শুরুর আগে এশিয়া সফরে আসবে ম্যান ইউ। তারই অঙ্গ হিসাবে কলকাতায় খেলার কথা র্যাশফোর্ডদের। একদিনের কলকাতা সফরে যুবভারতী,অনুশীলনের জায়গা আর হোটেল রেকি করে দেখার কথা ছিল ম্যান ইউ আধিকারিকদের। বৃহস্পতিবার যুবভারতী পরিদর্শন করলেন তাঁরা।
আরও পড়ুন- কলকাতায় আটকে ছিলেন, জরিমানা দিয়ে দেশে ফিরলেন বাংলাদেশের ক্রিকেটার
শহরে এসে যুবভারতী দেখে উচ্ছ্বসিত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবল ডিরেক্টর অ্যালান ডসন। সব ঠিকঠাক চললে আগামী বছর শতবর্ষে ইস্টবেঙ্গলের সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলতে আসতে পারে ম্যান ইউ। প্রাক মরসুম প্রস্তুতির অঙ্গ হিসাবে আগামী বছর এশিয়া সফরে আসছেন দি গিয়া-রা। তারই অঙ্গ হিসাবে যুবভারতীতে লাল-হলুদের সঙ্গে খেলার কথা র্যাশফোর্ডদের। কলকাতার ব্যবস্থাপনা খতিয়ে দেখতে এই মুহুর্তে শহরে আছেন চার ম্যান ইউ কর্তা। বৃহস্পতিবার যুবভারতী ঘুরে দেখেন তাঁরা। এশিয়ার অন্যতম সেরা স্টেডিয়াম দেখে অভিভূত ম্যান ইউ কর্তারা। ২৬ জুলাই অথবা ২রা আগস্ট হতে পারে ঐতিহাসিক এই ম্যাচ। কলকাতা ঘুরে গিয়ে চিফ কোচ সোলসজায়ারকে রিপোর্ট দেবেন আধিকারিকরা। মার্শিয়ালদের হেড কোচ সম্মতি দিলে চূড়ান্ত হবে ম্যান ইউয়ের কলকাতায় খেলার বিষয়টি। কলকাতার পাশাপাশি মুম্বইতেও খেলতে পারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পুরনো ক্লাব।