এক ফোনে মিলল সুভাষ আর মানচিনির প্রাক্তন ক্লাব
বেজে উঠল চার্চিল ব্রাদার্সের মালিক আলেমাও চার্চিলের ফোন। ভেসে উঠল আইএসডি নম্বর। হ্যালো বলতেই চমক। ফোনের ওপারে ম্যানচেস্টার সিটির সিইও ফেরিয়ান সোরিয়ানো। ইপিএলের ক্লাব ম্যান সিটির সিইও চার্চিল ব্রাদার্স মালিককে শুভেচ্ছা জানালেন আইলিগ জয়ের জন্য।
শুভেচ্ছায় ডুবে যাওয়া আলেমাও চার্চিলের কাছে এই ফোনটা একদমই অপ্রত্যাশিত। মিনিট পনেরো কথাবার্তা ম্যান সিটি সিইও ও চার্চিল ব্রাদার্স মালিকের। শুভেচ্ছা বিনিময় করে আপ্লুত আলেমাও চার্চিল শুনলেন ম্যান সিটির সিইও ফেরিয়ান সোরিয়ানোর ভারতীয় ফুটবল সম্পর্কে প্রশংসা।
ফোনে আলেমাও চার্চিল জানান, তিনি চান তাঁর ক্লাবের উন্নতির জন্য খুব শীঘ্রই ম্যানসিটির সঙ্গে মৌ স্বাক্ষর করতে। ফোনে সেই বিষয়ে সম্মতিও জানিয়েছেন ম্যান সিটি সিইও ফেরিয়ান সোরিয়ানো।
English Title:
mancheter city owner call churchill brothers
Home Title:
এক ফোনে মিলল সুভাষ আর মানচিনির প্রাক্তন ক্লাব
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/default_images/placeholder_image_bengali.jpg)
No
13863
Is Blog?:
No
Section: