Manika Batra: ভারতের প্রথম মহিলা টেবল টেনিস খেলোয়াড় হিসেবে কোন বিশেষ নজির গড়লেন মণিকা বাত্রা? জেনে নিন

শেষ চারের ম্যাচে মানিকা বিশ্বের পাঁচ নম্বর মিমা ইতোর বিরুদ্ধে হেরে বসেন। ম্যাচের ফলাফল ৮-১১, ১১-৭, ৭-১১, ৬-১১, ১১-৮, ৭-১১ (২-৪)। তবে সেই হার ভুলে ব্রোঞ্জ পদকের ম্যাচে গুটিয়ে না গিয়ে ব্রোঞ্জ পদকের ম্যাচে দুরন্ত কামব্যাক করেন তিনি।

Updated By: Nov 19, 2022, 06:00 PM IST
Manika Batra: ভারতের প্রথম মহিলা টেবল টেনিস খেলোয়াড় হিসেবে কোন বিশেষ নজির গড়লেন মণিকা বাত্রা? জেনে নিন
ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়ার পর মণিকা বাত্রা। ছবি: টুইটার

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: টোকিয়ো অলিম্পিক্সের (Tokyo Olympics) খারাপ সময় ও একরাশ বিতর্ক কাটিয়ে ফের স্বমহিমায় মণিকা বাত্রা (Manika Batra)। ভারতের (India) প্রথম মহিলা টেবল টেনিস (Table Tennis) খেলোয়াড় এবং দেশের দ্বিতীয় প্যাডলার হিসেবে ইতিহাস গড়লেন তিনি। শনিবার এশিয়ান গেমসের (Asian Table Tennis Championship) সেমি ফাইনালে ভাগ্য সঙ্গ দেয়নি। তবে ব্রোঞ্জ জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে সফল হন মণিকা। বিশ্বের ৬ নম্বরে থাকা জাপানের হিনা হায়াতাকে ৪-২ হারিয়ে নজির গড়ে ফেললেন ভারতের তারকা প্যাডলার। এর আগে চেতন বাবুর (Chetan Baboor) দেশের হয়ে এর আগে এই নজির গড়েছিলেন। এশিয়ান কাপের পুরুষ বিভাগের সিঙ্গলসে পদক জিতেছিলেন। ১৯৯৭ সালে তিনি রুপো এবং ২০০০ সালে ব্রোঞ্জ জিতেছিলেন। 

আরও পড়ুন: Cristiano Ronaldo: একরাশ বিতর্ক নিয়েই কাতারে পা রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আরও পড়ুন: FIFA World Cup 2022: মাঠে বল গড়ানোর আগে সাংবাদিক সম্মেলনে বিস্ফোরণ ঘটালেন ফিফা প্রধান ইনফান্তিনো! কী বললেন?

শেষ চারের ম্যাচে মানিকা বিশ্বের পাঁচ নম্বর মিমা ইতোর বিরুদ্ধে হেরে বসেন। ম্যাচের ফলাফল ৮-১১, ১১-৭, ৭-১১, ৬-১১, ১১-৮, ৭-১১ (২-৪)। তবে সেই হার ভুলে ব্রোঞ্জ পদকের ম্যাচে গুটিয়ে না গিয়ে ব্রোঞ্জ পদকের ম্যাচে দুরন্ত কামব্যাক করেন তিনি। জাপানের হিনাকে উড়িয়ে দেন ভারতীয় সুন্দরী। খেলার ফল মনিকার পক্ষে ১১-৬, ৬-১১, ১১-৭, ১২-১০, ৪-১১, ১১-২।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.