বিয়ে করছেন টেনিস সুন্দরী Maria Sharapova, পাত্র ব্রিটিশ ব্যবসাদার
সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন বেশ কিছু ছবি। ইতিমধ্যেই সেরে ফেলেছেন বাগদান পর্ব।
![বিয়ে করছেন টেনিস সুন্দরী Maria Sharapova, পাত্র ব্রিটিশ ব্যবসাদার বিয়ে করছেন টেনিস সুন্দরী Maria Sharapova, পাত্র ব্রিটিশ ব্যবসাদার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/12/18/296339-maria.jpg)
নিজস্ব প্রতিবেদন: বিয়ে করতে চলেছেন টেনিসের গ্ল্যামার গার্ল মারিয়া শারাপোভা (Maria Sharapova)। বহুদিনের প্রেমিক আলেকজান্ডার গাইল্কসের (Alexander Gilkes) সঙ্গে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন বেশ কিছু ছবি। ইতিমধ্যেই সেরে ফেলেছেন বাগদান পর্ব।
গাইল্কস (Alexander Gilkes) একজন ব্রিটিশ ব্যবসাদার, স্কোয়াড সার্কল নামক কোম্পানির মালিক। এর আগে প্যাডল ৮ নামক কোম্পানিরও অংশীদার ছিলেন তবে ২০১৮ সালে তিনি তা ছেড়ে দেন।
শারাপোভার (Maria Sharapova) সঙ্গে প্রেম বহুদিনের এবং অবশেষে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। চলতি বছরের ২৬শে ফেব্রুয়ারি টেনিসকে বিদায় জানান এই গ্ল্যামার গার্ল। নিজের জীবনে ৫টি গ্র্যান্ড স্ল্যাম জেতেন শারাপোভা (Maria Sharapova)। রয়েছে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যামও। এছাড়াও জিতেছেন বেস্ট ফিমেল টেনিস প্লেয়ার ইএসপিওয়াই অ্যাওয়ার্ড।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় ফের কোভিড হানা, কমেন্ট্রি ছেড়ে বাড়ি ফিরলেন Brett Lee-রা
তাঁর অবসরের ঘোষণার পর গাইল্কস (Alexander Gilkes) সোশ্যাল মিডিয়াতে তাকে অভিনন্দন জানিয়ে লেখেন যে দারুন এক কেরিয়ারের প্রথম অংশের সমাপ্তি, অসংখ্য সাফল্য। তাঁর আগামী জীবনের সাফল্যের দিকেও যে সমান আগ্রহ নিয়ে তিনি তাকিয়ে থাকবেন তাও জানান গাইল্কস।
আরও পড়ুন-Covid outbreak: Sydney তে Australia-India তৃতীয় টেস্ট ঘিরে আশঙ্কা