Ranji Trophy 2019-20: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে গুজরাটের বিরুদ্ধে ৩ পয়েন্ট পেল বাংলা
সোমবার খেলার শেষ দিন গুজরাটের ইনিংস শেষ হয় ১৯৪ রানে।
নিজস্ব প্রতিবেদন: অন্ধপ্রদেশের পর গুজরাটের বিরুদ্ধেও ৩ পয়েন্ট পেল বাংলা। বৃষ্টি আর খারাপ আলোর জন্য দু'দিনের বেশি সময় নষ্ট হলেও পার্থিক প্যাটেলদের বিরুদ্ধে ৩ পয়েন্ট নিশ্চিত করলেন মনোজ তেওয়ারি-রা। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলার তিন পয়েন্ট পাওয়ার কারিগর দুই তরুণ ক্রিকেটার। নিজের দ্বিতীয় ম্যাচেই ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা পেসার আকাশদীপ। আর কঠিন সময়ে অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলে বাংলার তিন পয়েন্ট নিশ্চিত করেন রঞ্জি অভিষেক হওয়া ঋত্বিক রায় চৌধুরী।
সোমবার খেলার শেষ দিন গুজরাটের ইনিংস শেষ হয় ১৯৪ রানে। আকাশদীপের ৬ উইকেটের পাশাপাশি ৪ উইকেট নেন ঈশান পোড়েল। জবাবে শুরুতে অভিষেক রমনের উইকেট হারায় বাংলা। তবে অধিনায়ক ঈশ্বরনের ৪২,মনোজের ৩৭ রানের ইনিংসে ভাল জায়গায় পৌঁছে যায় তারা। একটা সময় চাপে পড়ে গেলেও ঋত্বিকের চওড়া ব্যাটে ভর করে গুজরাটের রান পেরিয়ে ৩ পয়েন্ট নিশ্চিত করে মনোজ-ঈশ্বরনরা। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ২৩৯ রান তোলে বাংলা।
Bengal vs Gujarat - Match Drawn Bengal took first innings lead #BENvGUJ @paytm #RanjiTrophy Scorecard:https://t.co/f4jCEGDHMS
— BCCI Domestic (@BCCIdomestic) January 6, 2020
তিন ম্যাচ পর ১২ পয়েন্টে দাঁড়িয়ে বাংলা। ইডেনে পরপর দু ম্যাচ থেকে ৬ পয়েন্ট পাওয়ার পর পরের হোম ম্যাচও ইডেনেই খেলতে চাইছে বাংলা টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন - ভাইরাল ভিডিয়ো: শিং দিয়ে গোল করে অভিনব সেলিব্রেশন হরিণের