গুরু অমল দত্তের জন্য বেনিফিট ম্যাচ খেলার প্রস্তাব ছাত্র দেবজিতের, সাহায্যের আশ্বাস ক্রীড়ামন্ত্রীর
একদা ময়দানে যার ফুটবল বুদ্ধি পিছু হটতে বাধ্য করত প্রতিপক্ষকে। যার স্ট্র্যাটেজি বারবার বিপদে ফেলেছে বিপক্ষ দলের কোচকে। সেই কিংবদন্তী কোচ অমল দত্ত অ্যালজাইমার্স রোগে আক্রান্ত। রবিবার চব্বিশ ঘন্টায় এই সংবাদ সম্প্রচার হওয়ার পর সোমবার বিকেলে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা অমল দত্তের বাড়িতে যান। তার পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দেন।
![গুরু অমল দত্তের জন্য বেনিফিট ম্যাচ খেলার প্রস্তাব ছাত্র দেবজিতের, সাহায্যের আশ্বাস ক্রীড়ামন্ত্রীর গুরু অমল দত্তের জন্য বেনিফিট ম্যাচ খেলার প্রস্তাব ছাত্র দেবজিতের, সাহায্যের আশ্বাস ক্রীড়ামন্ত্রীর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/06/13/57739-13amaldutta.jpg)
ওয়েব ডেস্ক: একদা ময়দানে যার ফুটবল বুদ্ধি পিছু হটতে বাধ্য করত প্রতিপক্ষকে। যার স্ট্র্যাটেজি বারবার বিপদে ফেলেছে বিপক্ষ দলের কোচকে। সেই কিংবদন্তী কোচ অমল দত্ত অ্যালজাইমার্স রোগে আক্রান্ত। রবিবার চব্বিশ ঘন্টায় এই সংবাদ সম্প্রচার হওয়ার পর সোমবার বিকেলে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা অমল দত্তের বাড়িতে যান। তার পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দেন।
রবিবার ২৪ ঘন্টায় অমল দত্তের অসুস্থতার সংবাদ সম্প্রচার হওয়ার পর নড়েচড়ে বসে রাজ্য সরকার। সোমবার সকালেই ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা অমল দত্তের বাড়ি যান। বিকেলে লক্ষ্মীকে নিয়ে কিংবদন্তী কোচের বাড়ি যান ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস। অমল দত্তের চিকিৎসার খোঁজখবর নেন। তাঁর চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিতে চায় রাজ্য সরকার, অমল দত্তের পরিবারের কাছে এই আর্জি রেখেছেন ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস।
গুর অমল দত্তকে সন্মান জানাতে তার নামে বেনিফিট ম্যাচ খেলার প্রস্তাব দিলেন তার আরেক প্রাক্তন ছাত্র দেবজিত ঘোষ ।
দীর্ঘ চার দশক ফুটবল তৈরির কারিগর অমল দত্তের অসুস্থতার সংবাদ ২৪ ঘন্টায় সম্প্রচার হওয়ার পর, বাংলার ফুটবলপ্রেমীদের একটাই প্রার্থণা দ্রুত সুস্থ হয়ে উঠুক কিংবদন্তী কোচ অমল দত্ত।