India Tour Of South Africa: বিবর্ণ Rahane কে নিয়ে বড় আপডেট দিলেন Virat Kohli

কানপুরে রাহানের ব্যাটিং গড় নেমে এসেছে ৩৯.০১-এ।

Updated By: Dec 6, 2021, 05:22 PM IST
India Tour Of South Africa: বিবর্ণ Rahane কে নিয়ে বড় আপডেট দিলেন Virat Kohli
বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে

নিজস্ব প্রতিবেদন: ভারতীয় টেস্ট টিমের তারকা ব্যাটারদের মধ্যে প্রথম সারিতেই তাঁর নামটা আসে। কিন্তু অজিঙ্কা রাহানে একেবারেই ছন্দে নেই। বিগত দুই বছরে রাহানাকে অধিকাংশ সময়ই ব্যাট হাতে বিবর্ণ দেখিয়েছে। শেষ ১৬টি টেস্টে রাহানের গড় ২৪.৩৯। বারবার স্ক্যানারের তলায় এসেছে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের ভরসামান ব্যাটারের পারফরম্যান্স। রাহানে বাঁ-পায়ের হ্য়ামস্ট্রিংয়ে চোট পেয়ে মুম্বই টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন। কানপুরে তাঁর ব্যাট থেকে এসেছিল দুই ইনিংস মিলিয়ে ৩৯ (৩৫+৪)। কানপুরে রাহানের ব্যাটিং গড় নেমে এসেছে ৩৯.০১-এ। ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে যা সর্বনিম্ন। এবার রাহানের ফর্ম নিয়ে কথা বললেন বিরাট কোহলি।

আরও পড়ুন: INDvsNZ: কানপুরের পর ওয়াংখেড়ে, কোন মহানুভতা দেখাল Team India?

ভারত-নিউজিল্য়ান্ড টেস্ট সিরিজের পর কোহলি বলেন, "আমি রাহানের ফর্ম বিচার করতে পারি না। ঘটনা হচ্ছে যে, কেউ কারোর ফর্ম বিচার করতে পারে না। কারণ একমাত্র সেই প্লেয়ারই জানে তাকে কীভাবে কাজ করতে হবে। আমি আগেও বলেছি, আবার বলছি অতীতে যেসব ক্রিকেটাররা কঠিন পরিস্থিতিতে দলের হয়ে পারফরম্যান্সে প্রভাব ফেলেছে তাদের সমর্থন আমাদের সঙ্গে থাকবে। আমরা এরকম কোনও পরিবেশ তৈরি করি না, যেখানে কাউকে চাপে থাকতে হয়, এটা ভেবে যে এরপর কী হবে! এরকম অনেকেই আছে বাইরে, যারা প্রশংসা করার দুই মাসের মধ্যে প্লেয়ারের মাথা কেটে নিতে চাইবে। এসবে আমাদের কোনও প্রতিক্রিয়া থাকে না। ভবিষ্যতে থাকবেও না। আমরা জানি যে কতটা কঠোর পরিশ্রমের পর একজন ক্রিকেটার ইতিবাচক মানসিকতা পায়। আমরা সেটা সমর্থন করব। সে অজিঙ্কা হোক বা যে কেউ। বাইরের পরিবেশের ওপর আমাদের সিদ্ধান্ত নির্ভরশীল নয়।"

টিম ইন্ডিয়া এবার উড়ে যাবে দক্ষিণ আফ্রিকায়। প্রোটিয়াদের বিরুদ্ধে বিরাট কোহলি-রোহিত শর্মারা পূর্ণাঙ্গ (তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও চারটি টি-২০) সিরিজ খেলবে। ভারতীয় দল ৮ বা ৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিমান ধরার কথা রয়েছে। বোঝাই যাচ্ছে যে রাহানে থাকছেন সেই বিমানে। কোহলির কথায় পরিস্কার যে, রাহানের দুর্দিনে দল রয়েছে তাঁর সঙ্গে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.