আই লিগের দ্বিতীয়স্থানে মোহনবাগান

মারগাঁওতে দুরন্ত জয় পেল মোহনবাগান। চার্চিল ব্রাদার্সকে ৩-২ গোলে হারিয়ে দিলেন ব্যারেটোরা। মোহনবাগানের হয়ে হ্যাটট্রিক করেন ওকেলি ওডাফা। এই জয়ের ফলে চিরপ্রতিন্দন্দ্বী ইস্টবেঙ্গলকে পেছনে ফেলে আই লিগের তালিকায় দ্বিতীয়স্থানে উঠে এল মোহনবাগান।

Updated By: Jan 15, 2012, 10:08 PM IST

মারগাঁওতে দুরন্ত জয় পেল মোহনবাগান। চার্চিল ব্রাদার্সকে ৩-২ গোলে হারিয়ে দিলেন ব্যারেটোরা। মোহনবাগানের হয়ে হ্যাটট্রিক করেন ওকেলি ওডাফা। এই জয়ের ফলে চিরপ্রতিন্দন্দ্বী ইস্টবেঙ্গলকে পেছনে ফেলে আই লিগের তালিকায় দ্বিতীয়স্থানে উঠে এল মোহনবাগান।
মারগাঁওয়ে শাপমুক্তি ঘটালেন ওডাফা। আর ওডাফার হাত ধরেই ডেম্পো ম্যাচের শাপমুক্তি ঘটল মোহনবাগানের। চার্চিল ব্রাদার্সকে ৩-২ গোলে হারিয়ে আইলিগের টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল মোহনবাগান। ডিকার গোলে ম্যাচে পিছিয়ে পড়ার পর সুব্রত-প্রশান্তর মোহনবাগানকে টেনে তোলার ভরসা ছিলেন ওডাফাই। আর চেনা শত্রুর ডেরায় প্রাক্তন ক্লাবের জালে প্রথম বল জড়িয়ে খানিকটা স্বস্তি এনে দিলেন ওডাফা স্বয়ং। তারপর শুরু ম্যাচে সবুজ-মেরুনের দাপট। ওডাফা-কিংশুক-জুয়েলদের দাপটে বেটো-ওপারা সমৃদ্ধ চার্চিল ব্রাদার্সের গাঢ় লাল রঙের জার্সি তখন বড্ড ফিকে। গোয়া ছাড়ার পর রবিবারই প্রথম গোয়াতে খেলতে নেমেছিলেন ওডাফা ওকেলি। আর প্রথম দিনই আইলিগের দ্বিতীয় হ্যাটট্রিক করে বাজিমাত করলেন গোলমেশিন ওডাফা। বাগানের ব্ল্যাক কোবরার তৃতীয় গোলটি আসে পেনাল্টি থেকে। পুনেতে ফেডারেশন কাপে চার্চিল ব্রাদার্সের সঙ্গে ড্রয়ের পর ছিটকে গিয়েছিল মোহনবাগান। এই জয় তার মধুর প্রতিশোধ বলা চলে। ম্যাচের একেবারে শেষদিকে মোহনবাগান ডিফেন্সের ভুলে চার্চিলের হয়ে ব্যবধান কমান এনডি ওপারা।

.