ব্যারেটোর বিদায়ী ম্যাচ জিততে মরিয়া মোহনবাগান
মরসুমের শেষ আইলিগের ম্যাচ। পুনে এফসির ম্যাচ ঘিরে ব্যারেটো আবেগে ভরে থাকলেও, ম্যাচ জেতার ফোকাস থেকে কিছুতেই নড়ছেন না কোচ ও টিডি। মোহনবাগানের হয়ে ব্যারেটোর শেষ আইলিগের ম্যাচ জিতে ক্লাবের অধিনায়কের বিদায়কে স্মরণীয় করে রাখতে উদ্যোগী তাঁর সতীর্থরা।
মরসুমের শেষ আইলিগের ম্যাচ। পুনে এফসির ম্যাচ ঘিরে ব্যারেটো আবেগে ভরে থাকলেও, ম্যাচ জেতার ফোকাস থেকে কিছুতেই নড়ছেন না কোচ ও টিডি। মোহনবাগানের হয়ে ব্যারেটোর শেষ আইলিগের ম্যাচ জিতে ক্লাবের অধিনায়কের বিদায়কে স্মরণীয় করে রাখতে উদ্যোগী তাঁর সতীর্থরা।
আইলিগ জেতা হয়নি। রানার্স হওয়ার সুযোগও হাতছাড়া। তাই মোহনবাগানের এখন টার্গেট পুণে এফসি ম্যাচ জিতে লিগের তৃতীয় স্থান দখল করা। পুনে এফসির হয়ে রবিবার শেষ ম্যাচ খেলতে চলেছেন সুব্রত পাল।