নয়া নজির মেসির
ইউরোপীয় ক্লাব ফুটবলের ইতিহাসে নয়া নজির গড়লেন লিওনেল মেসি। এক মরসুমে ৬০ গোল করে ফেললেন আর্জেন্টিনীয় সুপারস্টার।
ইউরোপীয় ক্লাব ফুটবলের ইতিহাসে নয়া নজির গড়লেন লিওনেল মেসি। এক মরসুমে ৬০ গোল করে ফেললেন আর্জেন্টিনীয় সুপারস্টার। প্রায় ৪০ বছর আগে বায়ার্ন মিউনিখের হয়ে এক মরসুমে ৬৭টি গোল করেছিলেন গার্ড মুলার। তারপর মেসিই হলেন একমাত্র ফুটবলার যিনি ইউরোপীয় ফুটবলে ৬০ গোল করলেন। আর্জেন্টিনীয় সুপারস্টারের সামনে দশ ম্যাচ থাকছে মুলারের রেকর্ড ভাঙার। লা লিগায় রিযাল জারাগোজার বিরুদ্ধে জোড়া গোল করে এক মরসুমে ৬০ গোল করার নয়া রেকর্ড করলেন মেসি। এই জোড়া গোলের দৌলতে লা লিগায় সর্বোচ্চ গোলদাতার দৌড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পেছনে ফেলে দিলেন বিশ্ব ফুটবলের সেরা তারকা।