মাত্র ৬ সেকেন্ডে গোল! Serie A-তে নজির গড়লেন পর্তুগিজ স্ট্রাইকার

বিশ্বের দ্রুততম গোল হয়েছিল মাত্র ২ সেকেন্ডে। করেছিলেন মার্ক বারোস।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 21, 2020, 03:37 PM IST
মাত্র ৬ সেকেন্ডে গোল! Serie A-তে নজির গড়লেন পর্তুগিজ স্ট্রাইকার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন:   গোল করতে সময় নিলেন মাত্র ছয় সেকেন্ড। (Serie A) সিরি এ -এর ইতিহাসে দ্রুততম গোল। আর এমন রেকর্ড গড়লেন এসি মিলানের (AC Milan) পর্তুগিজ স্ট্রাইকার রাফায়েল লিয়াও (Rafael Leao)। সাসুলোর (Sassuolo) বিরুদ্ধে এই নজির করেছেন রাফায়েল।

এর আগে সিরি এ (Serie A) তে দ্রুততম গোলের নজির ছিল পাওলো পাজ্জির (Paolo Poggi)। ২০০১ সালে ফিওরেন্তিনার বিরুদ্ধে পিয়াসেনজার হয়ে গোলটি করেছিলেন পাজ্জি (Paolo Poggi)।  (Paolo Poggi) পাজ্জি গোল করতে সময় নিয়েছিলেন মাত্র ৮.৯  সেকেন্ড।

আরও পড়ুন- ISL 2020-21: Bengaluru FC-র অপরাজিত দৌড় থামাতে মরিয়া  ATK Mohun Bagan

রবিবার সাসুলোর (Sassuolo) বিরুদ্ধে কিক অফের সঙ্গে সঙ্গে কালহানগলুর পাস দেন লিয়াওকে (Rafael Leao)। গোলকিপার আন্দ্রেকে পরাস্ত করে গোল করেন পর্তুগিজ স্ট্রাইকার। কিক অফের পর সময় নেন মাত্র ৬.২ সেকেন্ড।

বিশ্বের দ্রুততম গোল হয়েছিল  মাত্র ২ সেকেন্ডে। করেছিলেন মার্ক বারোস। ইস্টলেই-এর বিরুদ্ধে কাউয়েস স্পোর্টস এফসি-র হয়ে গোলটি করেন বারোস।

আরও পড়ুন-ISL 2020-21: জয়ের দোরগোড়া থেকে ড্র করল SC East Bengal  

.