Kolkata Derby: জেমি-দিমির মস্তানিতে ডার্বি পালতোলা নৌকার, টানা ৫ ম্যাচ হারল মশালবাহিনী!

East Bengal vs Mohun Bagan Highlights: ঐতিহ্যের ডার্বি জিতল মোহনবাগান, টানা পাঁচ ম্যাচ হারল ইস্টবেঙ্গল!

Updated By: Oct 19, 2024, 11:28 PM IST
Kolkata Derby: জেমি-দিমির মস্তানিতে ডার্বি পালতোলা নৌকার, টানা ৫ ম্যাচ হারল মশালবাহিনী!
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যুবভারতী ক্রীড়াঙ্গনে, মরসুমের প্রথম বড় ম্যাচ। আইএসএলের ব্যানারে শনি সন্ধ্যায় ঘটি-বাঙালের চিরপ্রতিদ্বন্দ্বিতার ইস্টবেঙ্গল-মোহনবাগান। বঙ্গজ আবেগের মহারণে সাক্ষী থাকলেন ৫৯ হাজার ৮৭২ জন। আর মোহনবাগানের জন্য তোলা থাকল হাসল শেষ হাসি। ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়ে ডার্বি জিতল গঙ্গাপারের শতাব্দী প্রাচীন ক্লাব। 

আরও পড়ুন, IND vs NZ: অন্তিম দিনে কিউয়িদের টার্গেট ১০৭ রান! সরফরাজ-পন্থদের ব্যাটন এখন বুমরা-অশ্বিনদের হাতে...

টানা চার ম্যাচ হারা লাল-হলুদ লিগের লাস্ট বয়। অন্যদিকে সবুজ-মেরুন 'সেকেন্ড বয়'। একটা টিমের সেট কোচ-হোসে মোলিনা। অন্যদিকে শনি ভোরে স্পেন থেকে কলকাতায় এসেই, সন্ধ্যায় ডার্বিতে ডাগআউটে ঢুকে পড়েছেন ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজোঁ।  
রাতারাতি কোনও কোচের পক্ষে কিছু করাই সম্ভব নয়। তবুও অস্কারের ইস্টবেঙ্গল বিগত চার ম্যাচের তুলনায় ভালো ফুটবল খেলল। আক্রমণে উঠল। গোলের খোঁজ করল। খেলার প্রথম চল্লিশ মিনিট গতবারের আইএসএল লিগ-শিল্ডজয়ীদের রুখে দিল। তবে ঠিক ৪১ মিনিটে মোহনবাগান একেবারে শিকারি বাঘের মতো গোল তুলে নিল। মনবীরের মাইনাস থেকে জেমি ম্যাকলারেনের নীচু করে মারা শটের দিশা পেলেন না প্রভসুখন গিল। যদিও গিল কিন্তু তার আগে দুরন্ত গোলকিপিংই করে গিয়েছিলেন। এই শটে তাঁর কিছু করার ছিল না। অজি সুপারস্টার জীবনের প্ৰথম ডার্বিতে গোল পেলেন। ১৮ মিনিটে মনবীরের গোল অফসাইড বাতিল হয়েছিল। সেই মনবীরের সৌজন্যেই এল গোল।

বিরতিতে এক গোলে পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেভিডের জায়গায় বিষ্ণুকে নামায়। অস্কার চেয়েছিলেন গোলের মুখ খুলতে। কিন্তু সেই লক্ষ্যে তিনি সফল হননি। যদিও অস্কার-বিনো জুটির চেষ্টার শেষ ছিল না । একের পর এক ফুটবলার বদল করিয়েছেন তাঁরা। ক্লেটনের জায়গায় বিষ্ণু, নন্দকুমারের জায়গায় জেসিন, রাকিবের জায়গায় মার্ক জোকে নামিয়ে খেলার রং বদলাতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্যের চাকা তো ঘুরলই না উল্টে ৮৯ মিনিটে দ্বিতীয় গোল হজম করতে হল। ম্যাকলারেনের পরিবর্তে নামা দিমিত্রিকে ফাউল করে বসেন গিল। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতেই দিমি গোল করে বাগান সমর্থকদের সেলিব্রেশনে মাতিয়ে দেন। গ্যালারিতে বাজি ফাটার পাশাপাশি রংমশালও জ্বলে ওঠে।  দু'গোলে এগিয়ে থাকা মোহনবাগান সময়ে খেয়ে নেওয়ার খেলায়, পরপর ফুটবল বদল করে। মনবীরের বদলে সাহাল, থাপার বদলে টাংরি,  লিস্টনের জায়গায় আশিক ও স্টুয়ার্টের জায়গায় কামিন্সকে নামান মোলিনা।

 

ইস্টবেঙ্গল টানা পাঁচ ম্যাচ হেরে আবারও হতাশ করল। ওদিকে মোহনবাগন ৫ ম্যাচে ১০ পয়েন্ট তুলে দুয়েই থাকল।

(সকল ছবির সৌজন্যে: মোহনবাগান)

 

আরও পড়ুন,  Sarfaraz Khan | Sachin Tendulkar | IND vs NZ: বৃষ্টিস্নাত বেঙ্গালুরুতে সরফরাজের সেঞ্চুরি, 'সংকট মানব'-এ মোহিত 'ক্রিকেট ঈশ্বর'...

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.