সমালোচনায় কান দিতে নারাজ মরগ্যান

সমালোচকদের সমালোচনাকে পাত্তা না-দিয়ে শুধু নিজের কাজ করে যেতে চান ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মরগ্যান। গত বছরের সাফল্যের পর এখন লাল-হলুদ শিবিরে সেভাবে কোন সাফল্য নেই। টোলগে, পেনদের খেলায় ধারাবাহিতকার অভাব রয়েছে। তাই বারবারই সমালোচনার মুখে পড়তে হয়েছে ইস্টবেঙ্গলের বিদেশি কোচকে।

Updated By: Mar 11, 2012, 11:05 PM IST

সমালোচকদের সমালোচনাকে পাত্তা না-দিয়ে শুধু নিজের কাজ করে যেতে চান ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মরগ্যান। গত বছরের সাফল্যের পর এখন লাল-হলুদ শিবিরে সেভাবে কোন সাফল্য নেই। টোলগে, পেনদের খেলায় ধারাবাহিতকার অভাব রয়েছে। তাই বারবারই সমালোচনার মুখে পড়তে হয়েছে ইস্টবেঙ্গলের বিদেশি কোচকে। ফেডারেশন কাপে রানার্স হওয়ার পর দলকে শিল্ডের সেমিফাইনালে তুলে মরগ্যান বলছেন, ফুটবলে সেরা দলকে সমালোচনার মুখে পড়তে হয়। এসবে কান না-দিয়ে নিজের সেরা কাজটা করে যেতে চান মরগ্যান।
আই লিগে চ্যাম্পিয়নশিপের দৌড় কঠিন হলেও, আইএফএ শিল্ড আর ঘরোয়া লিগে খেতাব জেতার সুযোগ রয়েছে লাল-হলুদ শিবিরের সামনে।

.