এবার লোত্সে জয় দীপঙ্কর-রাজীবের
মাউন্ট এভারেস্টের পর এবার লোত্সে! শুক্রবার ভোরে ভারতীয় পর্বতারোহণের ইতিহাসে অনন্য নজির গড়লেন দুই বঙ্গসন্তান, দীপঙ্কর ঘোষ এবং রাজীব ভট্টাচার্য। ভারতীয় সময় সকাল ৬ টা ৪০ মিনিটে বিশ্বের চতুর্থ উচ্চতম শৃঙ্গে পদচিহ্ন পড়ল দুই বাঙালী পর্বত অভিযাত্রীর।
মাউন্ট এভারেস্টের পর এবার লোত্সে! শুক্রবার ভোরে ভারতীয় পর্বতারোহণের ইতিহাসে অনন্য নজির গড়লেন দুই বঙ্গসন্তান, দীপঙ্কর ঘোষ এবং রাজীব ভট্টাচার্য। ভারতীয় সময় সকাল ৬ টা ৪০ মিনিটে বিশ্বের চতুর্থ উচ্চতম শৃঙ্গে পদচিহ্ন পড়ল দুই বাঙালী পর্বত অভিযাত্রীর।
নেপালে অবস্থিত ৮,৫১৬ মিটার(২৭,৯৪০ ফুট) উঁচু মাউন্ট লোত্সে জয় করার উদ্দেশ্যে গত ৪ এপ্রিল কলকাতা থেকে কাঠমান্ডু রওনা দিয়েছিলেন কলকাতা এবং রাজীব। এর ছিক ১০ দিন পর পৌঁছন লোত্সে বেসক্যাম্পে। দিন কয়েকের অ্যাক্লাইমেটাইজেশন-এর পরই শুরু হয় এভারেস্টের পড়শির সঙ্গে মরণপণ পাঞ্জা কষার পালা। প্রচণ্ড প্রাকৃতিক প্রতিকূলতা কাটিয়ে ২৩ মে ৩ নম্বর ক্যাম্পে পৌঁছন তাঁরা। তুষারঝড় কমে আসায় পরদিনই পৌঁছে যান সামিট ক্যাম্পে। বৃহস্পতিবার মধ্যরাতের পরই শুরু হয় দীপঙ্কর-রাজীবের `ফাইনাল অ্যাসল্ট`। অবশেষে শুক্রবার ভোরে আসে সেই কাঙ্খিত স্বপ্নপূরণের ক্ষণ। প্রথম বাঙালি পর্বতারোহী হিসেবে লোত্সে জয় করেন দীপঙ্কর-রাজীব।