MS Dhoni At Maha Kumbh 2025: কপালে তিলক, গলায় মালা, একেবারে সাধুর বেশেই মহাকুম্ভে এলেন মহেন্দ্র!
MS Dhoni At Maha Kumbh 2025: মহাকুম্ভে এবার মহেন্দ্র সিং ধোনি! একেবারে সাধুর বেশে তাঁকে দেখে চমকে গিয়েছেন অনেকেই...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ (Maha Kumbh 2025)। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। অধুনা প্রয়াগরাজে প্রতিদিন পুণ্যস্নান করছেন লক্ষ লক্ষ মানুষ। অতীতে এই জায়গা পরিচিত ছিল 'ইলাহাবাদ' নামে। সাধু-সন্ন্যাসিনীদের ভিড়ে থিকথিক করছে উত্তরপ্রদেশের এই তীর্থক্ষেত্র। ভিড়েও আলাদা করে নজর কাড়লেন মহারথীরা। কপালে তিলক, গলায় মালা পরে মহাকুম্ভে এলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। জোড়া বিশ্বকাপজয়ী কিংবদন্তি ভারত অধিনায়কের সঙ্গেই এসেছেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), কেএল রাহুল (KL Rahul), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), সঞ্জু স্যামসন (Sanju Samson), ঋষভ পন্থ (Risabh Pant), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।
তবে এতক্ষণ যা পড়লেন, তা কিন্তু বাস্তবে ঘটেনি, সবই ঘটেছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ওরফে কৃত্তিম মেধায়। ভারত আর্মি ইনস্টাগ্রামে এই সব এআই ছবি শেয়ার করেছে। যা ঝড় তুলে দিয়েছে নেটপাড়ায়। শুধু ক্রিকেটাররাই নন, এর আগে টবল ময়দানের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ও সর্বকালের শ্রেষ্ঠ দুই তারকা লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখেছে মহাকুম্ভ। প্রয়াগরাজে পুণ্যস্নান সেরেছেন টেনিসের দুই কিংবদন্তি রজার ফেডেরার ও রাফায়েল নাদালকে। আবার রাষ্ট্রপ্রধানরা এসেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইতালিয়ান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একসঙ্গে পুণ্যস্নান সারলেন। ছিলেন মার্কিন প্রেডিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রিটিশ রাজনীতিবিদ ও ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সবই এআইয়ের মায়া।
আরও পড়ুন: হাতের নাগালে 'ভক্তের ভগবান', নিরাপত্তাকে ফাঁকি দিয়েই রোহিতের অনুরাগী মাঠে ঢুকে...
একযুগ অর্থাত্ বারো বছর পরে-পরে আসে এই মহালগ্ন- মহাকুম্ভ মেলা। এটি পালিত হয় ভারতের চার জায়গায়-- প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক ও উজ্জয়িনী। এই মেলাগুলি চারটি নদীতীরবর্তী স্থানে পালিত হয়-- প্রয়াগরাজ হল গঙ্গা-যমুনা-সরস্বতী নদীর মিলনস্থল, হরিদ্বারে গঙ্গা, নাসিকে গোদাবরী, উজ্জয়িনীতে শিপ্রা। এই চার জায়গার কুম্ভ মেলা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত। কুম্ভ মেলা সাধারণত, দুধরনের। অর্ধ কুম্ভ এবং পূর্ণ কুম্ভ। এই ২০২৫ সালে এবার পূর্ণকুম্ভ। মেলা শেষ হচ্ছে ২৬ ফেব্রুয়ারি। ঘটনাচক্রে এদিনই শিবরাত্রি। কর সংক্রান্তির প্রথম শাহি স্নান হয়েছে ১৪ জানুয়ারি। 'বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় তীর্থযাত্রীদের সমাবেশ' হিসেবে বিবেচিত হয় কুম্ভ মেলা। এই মেলাটি ইউনেস্কোর 'মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকা'র অন্তর্ভুক্ত হয়েছে। ২০১৯ সালের কুম্ভ মেলায় ২০ কোটি (২০০ মিলিয়ন)-রও বেশি হিন্দু একত্রিত হয়েছিলেন, যার মধ্যে সবচেয়ে ব্যস্ত দিনে প্রায় ৫ কোটি মানুষ অংশগ্রহণ নিয়েছিলেন! ভাবা যায়! এটি 'বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ জনসমাগম'গুলির একটি হিসেবেও স্বীকৃত।
আরও পড়ুন: 'মা-বোন তুলে গালি দিল! বলল, সোর্সের জোরেই বোর্ডে সৌরভ', গম্ভীরকে ধুলেন মনোজ
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)