MS Dhoni Retirement | IPL 2025: কবে ছাড়ছেন খেলা? আইপিএলের আগেই অবসর নিয়ে বিরাট আপডেট ধোনির...

  MS Dhoni Retirement: এবার এমএস ধোনি নিজেই তাঁর অবসর নিয়ে বিরাট আপডেট দিলেন...

Updated By: Feb 20, 2025, 09:06 PM IST
MS Dhoni Retirement | IPL 2025: কবে ছাড়ছেন খেলা? আইপিএলের আগেই অবসর নিয়ে বিরাট আপডেট ধোনির...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩ আইসিসি ও ৫ আইপিএল ট্রফি জয়ী কিংবদন্তি অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni) ! তিনি আদ‍ৌ আসন্ন আইপিএলে (IPL 2025) অংশগ্রহণ করবেন কিনা, তা নিয়ে রীতিমতো সন্দেহ ছিল অনুরাগীদের মনে। কারণ এক তো তাঁর বয়স! দ্বিতীয়ত মাহির অবসরের ভাবনা। তবে জল্পনার অবসান ঘটিয়ে মাহি জানিয়েছেন যে, অষ্টাদশ আইপিএলেও তিনি খেলেবন। 

এখন অনেকেরই প্রশ্ন যে ধোনি আর কতদিন খেলবেন, যাবতীয় গুজব উড়িয়ে ধোনি নিজেই অবসর নিয়ে বিরাট আপডেট দিলেন। নিজের single.id অ্যাপের উদ্ধোধনে মাহি বলেন, 'আমি ২০১৯ সাল থেকে অবসরে। বেশ কিছুদিন হয়ে গেল। এর মাঝে আমি যা করছি তা বলতে পারেন, যে আমি শেষবারের মতো ক্রিকেট উপভোগ করতে চাই, আর কয়েক বছর আমি খেলতে পারব। যেমনটা ছোটবেলায় স্কুলে পড়ার সময়ে যেমন ক্রিকেট উপভোগ করতাম, তেমনটাই চাই। যখন আমি একটা কলোনিতে থাকতাম, তখন ঠিক বিকেল চারটে থেকে ছিল খেলাধুলার সময়। আমরা প্রায়ই ক্রিকেট খেলতাম। তবে আবহাওয়া অনুকূল না থাকলে ফুটবল খেলতাম। ওই একই সরলতা নিয়ে খেলতে চাই। জানি বলা সহজ তবে করা সহজ নয়।'

আরও পড়ুন: মাঠে নেমেই রো 'সুপারহিট' শর্মা! ইতিহাসে লেখালেন নিজের নাম, অতীতে পেরেছেন মাত্র...
 
সিএসকে রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি টাকা), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিবম দুবে (১২ কোটি), রবীন্দ্র জাদেজার (১৮ কোটি) সঙ্গেই ধোনিকে ধরে রেখেছে। যেখানে বাকিরা পাচ্ছেন দুই অঙ্কের সেখানে ধোনি পাচ্ছেন মাত্র ৪ কোটি টাকা! ধোনি এক-দুই কোটি টাকা নয়, ৮ কোটি টাকা ছেড়ে দিয়েছেন। তিনি পেতেন ১২ কোটি টাকা। পাবেন ৪ কোটি টাকা। 

একজন ক্যাপড ভারতীয় খেলোয়াড়ও আনক্যাপড হয়ে গিয়েছে এই আইপিএলে! যদি কোনও ক্রিকেটার নিলাম মরসুমের পাঁচ বছর আগে কোনও আন্তর্জাতিক ক্রিকেট (টেস্ট ম্যাচ, ওডিআই, টি২০ আন্তর্জাতিক) না খেলে থাকেন বা বিসিসিআই-এর সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে না থাকেন, তাহলে তিনি হয়ে যাবেন 'আনক্যাপড'। এই নিয়ম শুধুই ভারতীয় খেলোয়াড়দের জন্য প্রযোজ্য। ২০২০-র অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। আগামী বছর তাঁর অবসরের পাঁচ বছর পূরণ হবে। কিন্তু আইপিএলের মেগা নিলাম হয়ে যাবে তার আগেই। ধোনি ‘আনক্যাপড’ হয়ে গেলেন। ৪ কোটি টাকায় তাকে ধরে রাখল সিএসকে।

আরও পড়ুন: হা হতোস্মি হ্যাটট্রিক! রোহিতের ভুলে অধরা অক্ষরের ইতিহাস, কপাল চাপড়াচ্ছে টিম...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

 

 

.