MS Dhoni's test retirement: ধোনির টেস্ট অবসরের সময় কেমন ছিল সাজঘরের পরিবেশ? জানালেন Axar Patel

দ্বিতীয় দিনের খেলা শেষে রবি শাস্ত্রী দলের সকলকে ধোনির সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে দিয়েছিলেন। খবরটি শোনার পরে অক্ষর সহ সেই ম্যাচে দলের প্রতিটি সদস্য আবেগপ্রবণ হয়ে পড়েন।   

Updated By: Apr 13, 2022, 07:21 PM IST
MS Dhoni's test retirement: ধোনির টেস্ট অবসরের সময় কেমন ছিল সাজঘরের পরিবেশ? জানালেন Axar Patel
চোখে জল। টেস্ট অবসর ঘোষণা করে রায়নার সঙ্গে সেলফি তুলছেন ধোনি। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ২০১৪ সালে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে মেলবোর্ন টেস্ট খেলার পরেই সবাইকে চমকে দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। সেদিন ঠিক কি কেমন ছিল‌ ভারতীয় (Team India) ড্রেসিংরুমের পরিস্থিতি! সেটাই এবার জানালেন অক্ষর প্যাটেল (Axar Patel)। তিনি জানান রবি শাস্ত্রী (Ravi Shastri) মিটিং ডেকেছিল। সাজঘরের পরিস্থিতি গম্ভীর হয়ে গেছিল। সুরেশ রায়না (Suresh Raina) কেঁদেও ফেলেছিলেন। 

'ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স' নামক অনুষ্ঠানে অক্ষর বলেন, 'ধোনি ভাই নিজেই মেলবোর্নের বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে এই সিদ্ধান্তের অবসর কথা জানায়। ওর কথা শোনার পরেই সাজঘরের পরিস্থিতি বদলে যায়। সবাই চুপ হয়ে গিয়েছিল। রবি ভাই একটা মিটিং ডেকেছিল। সেখানে বলেছিল, 'সবাইকে জানাচ্ছি মাহি অবসর নিচ্ছে।' সুরেশ রায়না কেঁদে ফেলেছিল। আমি ভাবছিলাম এটা কি হল! সবাই হতবাক হয়ে গিয়েছিল।" 

মেলবোর্নে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচ ড্র হওয়ার পরে ৩০ ডিসেম্বর টেস্ট থেকে অবসর নেন ধোনি। রিপোর্টার,সাংবাদিকরা তখন হয়ত সবেমাত্র তাদের ম্যাচ রিপোর্ট লেখা শেষ করেছেন। বিসিসিআইয়ের কাছ থেকে তারা একটি ইমেল পান। যেখানে লেখা ছিল ' এম এস ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।'

অক্ষর জানান ধোনির অবসরের ঘোষণা যদিও সেই টেস্ট ম্যাচ শেষেই এসেছিল, তবুও দ্বিতীয় দিনের খেলা শেষে রবি শাস্ত্রী দলের সকলকে ধোনির সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে দিয়েছিলেন। খবরটি শোনার পরে অক্ষর সহ সেই ম্যাচে দলের প্রতিটি সদস্য আবেগপ্রবণ হয়ে পড়েন। 

আরও পড়ুন: MS Dhoni, IPL 2022: চাপে থাকা তরুণ Mukesh -এর কাঁধে হাত, কেন তিনি 'ক্যাপ্টেন কুল' বুঝিয়ে দিলেন, ভিডিও ভাইরাল

আরও পড়ুন: Harbhajan Singh: বিশ্বকাপ যদি শুধু MS Dhoni জেতায় তাহলে বাকিরা কি লস্যি খেতে গিয়েছিল! ভাজ্জির বিস্ফোরণ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.