টস জিতল মুম্বই, করবে আগে ব্যাটিং
আর কিছুক্ষণ পরেই নবম আইপিএলের প্রথম ম্যাচ শুরু। ম্যাচ ওয়াংখেড়েতে। মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবং এবারের নতুন দল পুনে রাইজিং সুপার জায়েন্টস। টস হয়ে গেল। টস জিতলেন রোহিত শর্মা। মুম্বই আগে ব্যাট করবে। তার আগে দেখে নিন দুদলের প্রথম একাদশ।
![টস জিতল মুম্বই, করবে আগে ব্যাটিং টস জিতল মুম্বই, করবে আগে ব্যাটিং](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/04/09/53041-toss9-4-16.jpg)
ওয়েব ডেস্ক: আর কিছুক্ষণ পরেই নবম আইপিএলের প্রথম ম্যাচ শুরু। ম্যাচ ওয়াংখেড়েতে। মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবং এবারের নতুন দল পুনে রাইজিং সুপার জায়েন্টস। টস হয়ে গেল। টস জিতলেন রোহিত শর্মা। মুম্বই আগে ব্যাট করবে। তার আগে দেখে নিন দুদলের প্রথম একাদশ।
মুম্বই ইন্ডিয়ান্স - সিমন্স, রোহিত শর্মা, বাটলার, পোলার্ড, রায়ডু, বুমরাহ, গোপাল, হার্দিক পাণ্ডিয়া, ম্যাককালাঘান, বিনয় কুমার, হরভজন সিং।
পুনে রাইজিং সুপার জায়েন্টস - ডুপ্লেসিস, রাহানে, পিটারেসন, ধোনি, স্মিথ, রজত ভাটিয়া, মিচেল মার্শ, অশ্বিন, ইশান্ত শর্মা, আর পি সিং, মুরুগান অশ্বিন