রাজকীয় প্রত্যাবর্তন নাদালের
এভাবেও ফিরে আসা যায়! আট মাসের চোট কাটিয়ে রাফায়েল নাদাল কোর্টে ফিরলেন রাজার মতই। ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের ফাইনালে আর্জেনটিনার দেল পোর্তেকে হারিয়ে দিলেন ৪-৬, ৬-৩, ৬-৪ সেটে। প্রথম সেট হাতছাড়া হওয়ার পর দ্বিতীয় সেটে ১-৩ পিছিয়ে থেকে দুর্দান্ত ভাবে খেলায় ফিরে আসেন রাফা। দ্বিতীয় সেটটি জিতে নেন ৬-৩-এ। অন্যদিকে মেয়েদের বিভাগে ফাইনালে ওজনিয়াকিকে কার্যত উড়িয়ে দিলেন মারিয়া শারাপোভা।
এভাবেও ফিরে আসা যায়! আট মাসের চোট কাটিয়ে রাফায়েল নাদাল কোর্টে ফিরলেন রাজার মতই। ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের ফাইনালে আর্জেনটিনার দেল পোর্তেকে হারিয়ে দিলেন ৪-৬, ৬-৩, ৬-৪ সেটে। প্রথম সেট হাতছাড়া হওয়ার পর দ্বিতীয় সেটে ১-৩ পিছিয়ে থেকে দুর্দান্ত ভাবে খেলায় ফিরে আসেন রাফা। দ্বিতীয় সেটটি জিতে নেন ৬-৩-এ। অন্যদিকে মেয়েদের বিভাগে ফাইনালে ওজনিয়াকিকে কার্যত উড়িয়ে দিলেন মারিয়া শারাপোভা। ডেনমার্কের ওজনিয়াকিকে ৬-২, ৬-২ স্ট্রেট সেটে হারিয়ে দেন রুশ সুন্দরী।
সেমিফাইনালেই চির প্রতিদ্বন্দ্বী ফেডেরাকে হারিয়েছিলেন রাফা। ফাইনালে জিতে নিজেই স্বীকার করে নিলেন এর থেকে ভাল কামব্যাক সম্ভব ছিল না। এই নিয়ে মোট তিনবার ইন্ডিয়ান ওয়েলসের ট্রফির মালিক হলেন এই স্প্যানিশ তারকা। ২০১০-এর পর হার্ড কোর্টে এটিই নাদালের প্রথম সাফল্য।
মেয়েদের ফাইনাল জেতার পর বিশ্বের তিন নম্বর মহিলা টেনিস তারকা শারাপোভা বলেন, ``আজ শুরু থেকেই মনে হচ্ছিল আমি এক কদম এগিয়েই আছি। সার্ভও করেছি একদম ঠিকঠাক।``