আইপিএলে ভালো খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান শিখর ধাওয়ান
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই চমকে দিয়েছিলেন তিনি। শিখর ধাওয়ান। ২০১২-২০১৩ মরশুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেকেই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন তিনি। এরপর বছর তিন চারেক শিখর ধাওয়ান ছিলেন ভারতীয় দলের অটোমেটিক চয়েজ। কিন্তু সেই শিখর ধাওয়ান এখন আর ভারতীয় দলে নেই। বেশ কিছুদিন ধরেই তিনি জাতীয় দলের বাইরে।
![আইপিএলে ভালো খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান শিখর ধাওয়ান আইপিএলে ভালো খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান শিখর ধাওয়ান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/04/04/82403-dhawan4-4-17.jpg)
ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই চমকে দিয়েছিলেন তিনি। শিখর ধাওয়ান। ২০১২-২০১৩ মরশুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেকেই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন তিনি। এরপর বছর তিন চারেক শিখর ধাওয়ান ছিলেন ভারতীয় দলের অটোমেটিক চয়েজ। কিন্তু সেই শিখর ধাওয়ান এখন আর ভারতীয় দলে নেই। বেশ কিছুদিন ধরেই তিনি জাতীয় দলের বাইরে।
আরও পড়ুন মরশুমের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন রবীন্দ্র জাদেজা
এবার শুরু হচ্ছে আইপিএল। তার আগে শিখর ধাওয়ান বলছেন, 'এবার আইপিএলে ভাল খেলে ফের ভারতীয় দলে ফিরতে চাই। খেলতে চাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আমার কাছে যেকোনও প্রতিযোগিতাই এখন গুরুত্বপূর্ণ। সে ঘরোয়া ক্রিকেটই হোক অথবা আইপিএল। সব জায়গাতেই নিজেকে উজাড় করে দিচ্ছি। আর এখন মনে হচ্ছে, সব ঠিকই চলছে। আমার এই ভালো ফর্ম অনেকদিন বজায় থাকবে।'
আরও পড়ুন আইপিএলের শুরুর দিকের বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না আরেক ক্রিকেটার