ব্রাজিলের কোচ হচ্ছেন স্কোলারি! সরলেন মেনজেস

ফুটবলের দেশের ফুটবল আঁধারে। ফিফা ক্রমতালিকায় সর্বকালের খারাপ অবস্থানে নেমে যাওয়ার `কোপ` পড়ল মেনো মেনজেসের উপর। পারফরম্যান্স ভাল না হওয়ায় কোচ মেনো মেনজেসকে তাড়িয়ে দিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। পরের বছর নিজেদের দেশে কোপা আমেরিকা, তারপর ২০১৪ বিশ্বকাপ। এই দুটো বড় প্রতিযোগিতার আগে ব্রাজিলের ফুটবলকে চাগিয়ে তুলতে কোচ বদলের সিদ্ধান্ত নেওয়া হয়।

Updated By: Nov 24, 2012, 08:37 PM IST

ফুটবলের দেশের ফুটবল আঁধারে। ফিফা ক্রমতালিকায় সর্বকালের খারাপ অবস্থানে নেমে যাওয়ার `কোপ` পড়ল মেনো মেনজেসের উপর। পারফরম্যান্স ভাল না হওয়ায় কোচ মেনো মেনজেসকে তাড়িয়ে দিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। পরের বছর নিজেদের দেশে কোপা আমেরিকা, তারপর ২০১৪ বিশ্বকাপ। এই দুটো বড় প্রতিযোগিতার আগে ব্রাজিলের ফুটবলকে চাগিয়ে তুলতে কোচ বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নতুন কোচের নাম নিয়ে মাথার ঘাম পায়ে ফেলছেন সাম্বার দেশের ফুটবল কর্তারা। শোনা যাচ্ছে ২০০২ বিশ্বকাপ জয়ী দলের কোচ লুই ফিলিপ স্কোলারিকে আনা হতে পারে। ব্রাজিলের আম জনতাও তাঁকেই চাইছেন। কিন্তু ব্রাজিল ফুটবল সংস্থার সঙ্গে সম্পর্ক খারাপ থাকাটা স্কোলারির বিপক্ষে যেতে পারে।
তবে আরও একটা নাম নিয়ে জল্পনা চলছে। তিনি হলেন বার্সেলোনার প্রাক্তন কোচ পেপ গুয়ার্দিওলা। মেসিদের নিয়ে সাফল্যের নতুন সংজ্ঞা লেখা গুয়ারদিওলা যদি ব্রাজিলের কোচ হোন তাহলে ফুটবল বিশ্ব একটা নতুন চ্যালেঞ্জ দেখতে পাবে। চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে খ্রিস্টমাসের পর। মানে নতুন বছরে নতুন কোচ নিয়ে পথ চলা শুরু করবে ব্রাজিল।

.