নতুন এই হেয়ারস্টাইল নিয়ে কিউই বধে নামবেন কোহলি
দেশের মাটিতে নিউজিল্যান্ডে সফরে নামছে ভারত। গুরুত্বপূর্ণ এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে ভারতের লম্বা টেস্ট মরসুম। ভারতীয় ক্রিকেটাররা এবার টানা ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বেন। তার আগে বিরাট কোহলি নিজের লুক নিয়ে একটু পরীক্ষা করলেন। ক দিন ধরেই নিজের হেয়ার স্টাইল নিয়ে ব্যস্ত কোহলি। আজ অবশেষে সেই হেয়ারস্টাইল সম্পূর্ণ হল। কোহলি এই ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, অবশেষে মাথার সবদিকটা কভার হল। দারুণ পছন্দ হল। নিডের হেয়ারস্টাইলিস্ট আপেনি জর্জকে ধন্যবাদ জানিয়েছেন।
ওয়েব ডেস্ক: দেশের মাটিতে নিউজিল্যান্ডে সফরে নামছে ভারত। গুরুত্বপূর্ণ এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে ভারতের লম্বা টেস্ট মরসুম। ভারতীয় ক্রিকেটাররা এবার টানা ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বেন। তার আগে বিরাট কোহলি নিজের লুক নিয়ে একটু পরীক্ষা করলেন। ক দিন ধরেই নিজের হেয়ার স্টাইল নিয়ে ব্যস্ত কোহলি। আজ অবশেষে সেই হেয়ারস্টাইল সম্পূর্ণ হল। কোহলি এই ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, অবশেষে মাথার সবদিকটা কভার হল। দারুণ পছন্দ হল। নিডের হেয়ারস্টাইলিস্ট আপেনি জর্জকে ধন্যবাদ জানিয়েছেন।
তবে শুধু চুল নয় নিউজিল্যান্ড সফরের জন্য নিজের ফিটনেস বাড়াতেও দারুণ কসরত করছেন কোহলি। দেখুন সেই কসরত
Sneak peak into my morning cardio session pic.twitter.com/RANRd9svMt
— Virat Kohli (@imVkohli) September 15, 2016
কোহলিকে বরাবরই নিত্য নতুন হেয়ারস্টাইলে দেখা যায়। যেমন একটা সময় ধোনিকে দেখা যেত। মনোবিদরা অনেকসময় বলেন, চুল কেটে নতুন লুক কিংবা মেকওভার করলে নাকি মনের ওপর পজেটিভ প্রভাব পড়ে। নতুন করে শুরু করা যায়। বিরাট এখন নিজের কেরিয়ার এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে তিনি কিংবদন্তি তকমা জোগাড় করতে পারেন। সেই লড়াইয়ে নামার প্রথম ধাপ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। কিউইরা কোহলিকে আটকাতে নানা পরিকল্পনা করেছে। পেসাররা তো আছেনই, শোনা যাচ্ছে তিন কিউইউ স্পিনারও কোহলির জন্য আলাদা পরিকল্পনা করেছেন।
আরও পড়ুন- সৌরভ নাকি ধোনি, কে সেরা? কাকে বাছলেন যুবরাজ
২২ সেপ্টেম্বর কানপুরে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট।