যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে আটকে গেল নিউজিল্যান্ড
![যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে আটকে গেল নিউজিল্যান্ড যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে আটকে গেল নিউজিল্যান্ড](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/10/07/95423-newzealand7-10-17.jpg)
ওয়েব ডেস্ক: এই দেশে সাধারণত, ক্রিকেট খেলতেই দেখা যায় তাদের। নিউজিল্যান্ডের কথা বলা হচ্ছে। স্টিফেন ফ্রেমিং থেকে ব্রেন্ডন ম্যাককালাম কিংবা সাউদি অথবা বোল্টদের ভারতে বেশ কদর রয়েছে। এবার ভারতের মাটিতে ফুটবল বিশ্বকাপও খেলে ফেলল কিউয়িরা। যদিও অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে শুরুটা ভাল করতে পারল না তারা। কারণ, যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে আটকে গেল নিউজিল্যান্ড।
আরও পড়ুন জয় দিয়েই যুব বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করল ঘানা
তুরস্কের সঙ্গে এক-এক গোলে ম্যাচ শেষ করল কিউইরা। ম্যাচে প্রথমে লিড নেয় তুরস্ক। আহমেদের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে নিউজিল্যান্ডকে সমতায় ফেরান মাতা। খেলার শেষদিকে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে।
আরও পড়ুন ফুটবল বিশ্বকাপের মঞ্চে প্রথমবার বাজল ভারতের জাতীয় সঙ্গীত